পাচার হতে পারতো কোনো নিষিদ্ধ পল্লীতে; নিজের ফেসবুকে ছেলের ছবি লাগিয়ে নদীয়ার মেয়েটিকে শাহরুখের সঙ্গে অভিনয়ের সুযোগ করার নাম করে ফাঁসায় চল্লিশোর্ধ বদমাশ শেখ সুভান

মহারাষ্ট্রের মীরা রোডের বাসিন্দা শেখ সুভানের বিরুদ্ধে অভিযোগ উঠলো নদিয়ার পলাশীপাড়ার দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের প্রলোভন দেখিয়ে পাচারের চেষ্টার।

ওই মেয়েটিকে দাদার রেল স্টেশন থেকে বুধবার উদ্ধার করেছে রেলপুলিশ এবং গ্রেফতার হয় সুভান ও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একচল্লিশ বছর সুভান দিন কয়েক আগে ফেসবুকে আলাপের সময় ওই কিশোরীর কাছে নিজেকে ইভেন্ট ম্যানেজার হিসেবে পরিচয় দেয়।
ওই মেয়েটির যাতে কোনও রকম সন্দেহ না হয় সে জন্য প্রোফাইলে নিজের ছবির পরিবর্তে তার ছেলের ছবি ব্যবহার করে সুভান এবং ক্রমে দু’জনের মধ্যে আলাপ বেশ জমে ওঠে।
সুভান ওই কিশোরীকে বোকা বানিয়ে বলিউডে অভিনয়ের প্রস্তাব দেয়।

এমনকি তাকে শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল। ওই মেয়েটি ওই ফাঁদে পা দিয়ে মুম্বইয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। মেয়েটিকে ফোন করে জানায় কোভিডে আক্রান্ত হয়েছে সে, তাই যেতে পারবে না যদিও তা সত্যি নয়।
সুভান এই বলে পরিবর্তে তার বাবাকে পাঠাচ্ছে তাকে নিয়ে যাওয়ার জন্য। সুভানের এই কথাতেও বিশ্বাস করে ওই কিশোরী।

সুভান দেরি না করে ১৫ জুলাই সরাসরি হাজির হয় পলাশিপাড়ায় এবং মেয়েটিকে তার কোচিং ক্লাস থেকেই তুলে নেয় সুভান। শুধু তাই নয়, এর পরেই সে কিশোরীর মোবাইল নিয়ে সিমকার্ড ভেঙে ফেলে যাতে করে ফোনের সূত্র ধরে তাদের যাতে কেউ অনুসরণ করতে না পারে। কিশোরীকে নিয়ে প্রথমেই সুভান হাওড়া স্টেশনে গিয়ে মুম্বইগামী ট্রেনে উঠে পড়ে।

মেয়ে বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন অভিভাবক পুলিশের নিখোঁজ ডায়েরি করেন এবং তৎপরতার সঙ্গে পুলিশও মেয়েটির সন্ধানে নাম ও সেই সঙ্গে রাজ্যের সমস্ত রেলস্টেশন কর্তৃপক্ষকে এ বিষয়ে সতর্ক করে দেয়। হাওড়া স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে যায় এক ব্যক্তির সঙ্গে মুম্বইগামী ট্রেনে উঠছে ওই কিশোরী। সঙ্গে সঙ্গে মুম্বই রেলপুলিশকে বিষয়টি জানিয়ে সতর্ক করা হয়।
সেখানে ছত্রপতি শিবাজি মহারাজ রেলওয়ে টার্মিনাসে কিশোরীকে নিয়ে নামতেই রেলপুলিশ সুভানকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় কিশোরীকে। প্রথমে মেয়েটিকে একটি হোমে রাখা হয় এবং পশ্চিমবঙ্গ থেকে পুলিশের একটি দল মুম্বইয়ে গেলে তাদের হাতে কিশোরীকে এবং অভিযুক্ত সুভানকে তুলে দেয় রেলপুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.