সারদা-কান্ডে চাঞ্চল্যকর মোড়। নতুন করে ফের সারদা-কেলেঙ্কারির মুখ দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আজ মঙ্গলবার সকালেই প্রেসিডেন্সি জেলে পৌঁছে যান সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। সেখানে দেবযানী মুখোপাধ্যায়ের সেলের ভিতরেই তাঁকে জেরা করা হচ্ছে। সারদা-কান্ডের তদন্তে বেশ কিছু নয়া তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। আর সেই তথ্যগুলি ঝালিয়ে নিতেই এদিন সকাল থেকে জেরা করা হচ্ছে সারদা সংস্থার এক সময়ের সেকেন্ড ইন কমান্ডকে।
সিবিআই সূত্রে খবর, গত কয়েকদিন আগে সারদা প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। এরপরে তৎকালীন রাজ্য সরকার গঠিত সিটের অন্যতম তদন্তকারী অফিসার অর্নব ঘোষকে দফায় দফায় জেরা করে সিবিআই। এরপরেই সিবিআইয়ের হাতে আসে বেশ কিছু নথি। জানা যায়, বিধাননগর কমিশনারেটে থাকা এই সমস্ত নথি হাতে পান তদন্তকারী আধিকারিকরা। রাজ্যের পুলিশ অফিসারদের জেরা করে বেশ কিছু সারদায় তথ্য পায় সিবিআই। শুধু তাই নয়, কাগজগুলি খতিয়ে দেখেও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে পান তদন্তকারী আধিকারিকরা।
এরপরেই গতকাল সোমবার বারাসত আদালতের দ্বারস্থ হন সিবিআই আধিকারিকরা। আদালতের কাছে দেবযানী মুখোপাধ্যায়কে ফের নতুন করে জেরা করার আবেদন জানায়। আইনজীবী মারফৎ এই আবেদন জানানো হয় আদালতে। দীর্ঘ শুনানি শেষে আদালত সিবিআইয়ের আবেদন মঞ্জুর করে। আর এরপরেই এদিন সকালেই দেবযানীকে জেরা করতে জেলে পৌঁছে যায় সিবিআইয়ের একটি বিশেষ টিম। প্রায় কয়েক ঘন্টা হয়ে ধরে এই জেরা পর্ব চলে বলে জানা গিয়েছে।
সিবিআই সূত্রে খবর, হাতে আসা চাঞ্চল্যকর এই তথ্যগুলি যাচাই করতে প্রয়োজনে সারদা-কর্তা সুদীপ্ত সেনকেও জেরা করতে পারে সিবিআই। পাশাপাশি আরও বেশ কয়েকজনকেও জেরা করা হতে পারে বলে জানা যাচ্ছে।