ছোটবেলায় দেখেছি, বেশিরভাগটাই অপেন্ডিক্স অপারেশনের রমরমা বাজার ছিল। অনেকের ওই অপারেশন হত। আমরা সবাই ভীত সন্ত্রস্ত ছিলাম, এই না আমার হয় 😲
ক্রমে সেটা কমে এল। এখন প্রায় হয়ই না।
কেন, কে জানে ⁉
এরপর ক্যান্সার অপারেশনের বাজার এল।
এখনও ভালো বাজার আছে। চলছে। বরং বেড়েছে।
তারপর এন্জিও ….😍
গ্যাসের সমস্যা হলেও স্টেন্ট 😘
এরপর গল ব্লাডার স্টোন অপারেশন 😍😍।
চলছে, এখনও ভালোই চলছে।
ওষুধে সারানোর চাইতে কেটে ছেঁটে দিলে পয়সা বেশি। তাছাড়াও পরবর্তী প্রব্লেমের জন্য, পেশেন্ট হাতের মুঠোয়। 😍
সঙ্গে সঙ্গে সুগার/ডায়াবেটিস…, আগে ছিল না, এখন এসে গেছে কিন্তু…
ভালো বাজার।
প্রচুর ব্যবসা থাকলেও, কিন্তু ওই…
ব্যবসায় গ্রোথ মাস্ট।
তাই করোনা 😍
কত ওষুধ এল, সঙ্গে জাল ওষুধও এল। সবই সমান কার্যকরী, প্রমাণিত।
এখন তো ভ্যাক্সিনের বাজার। স্পুটনিক থেকে দেবাঞ্জন, না জানলে সবাই ইফেক্টিভ।
গত এক বছরের বেশি সময় ধরে দেখেছি, WHO – হু করে জ্ঞানের বহর বাড়িয়েছি।
আজ এটা তো কাল উল্টোটা 😆😆😓
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম তরঙ্গ … 😴
অনেকেই এই ব্যবসার বিরোধিতা করছেন।
কিন্তু একবার ভেবে দেখেছেন, এই ব্যবসার সঙ্গে কত অভুক্ত (⁉) পেট জড়িত ❓
জয়ন্ত চক্রবর্তী