আজ কর্ণাটক বিধানসভার স্পিকার কে. আর. রমেশ কুমারের দিকে তাকিয়ে গোটা কর্ণাটক। কারণ আজ তাঁরই সিদ্ধান্তের উপর নির্ভর করবে কর্ণাটকের রাজনৈতিক ভবিষ্যত।
গত সপ্তাহে যে ১৩ জন বিধায়ক ইস্তফা দিয়েছেন, আজ তাঁদেরকে নিয়ে বৈঠকে বসবেন স্পিকার রমেশ। বর্তমান রাজনৈতিক সঙ্কটের মুখে দাঁড়িয়ে স্পিকার সমস্ত দলকে আশ্বাস দিয়েছেন নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানিয়েছেন, “যেসব বিধায়করা ইস্তফা দিয়েছেন, তাঁদের সঙ্গে আলোচনা করে একটি নিরপেক্ষ সমাধান বের করার চেষ্টা করা হবে।”
অপরদিকে, কর্ণাটকের এই পরিস্থিতির মুখে নিজে উদ্বিগ্ন নন বলে টুইট করে জানান মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। তিনি বলেন, “কংগ্রেসের ২১ জন মন্ত্রীর মতোই জেডিএসের মন্ত্রীরাও ইস্তফা দিয়েছেন। শ্রীঘ্রই মন্ত্রিসভার রদবদল হবে। সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি উদ্বিগ্ন নই।”
আবার কংগ্রেস এই পরিস্থিতির পিছনে বিজেপির হাত দেখছে। কংগ্রেস নেতা তথা প্রাক্তণ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, “সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য আমাদের কাছে প্রয়োজনীয় সংখ্যা রয়েছে। কিন্তু বিজেপি সরকার ফেলে দিতে লাগাতার চেষ্টা চালাচ্ছে।”