একদিকে সংসদে বর্ষাকালীন অধিবেশন চলছে, অন্যদিকে বড়সড় ঝটকা খেল কংগ্রেস। মণিপুর কংগ্রেসের প্রদেশ কমিটির সভাপতি গোবিন্দদাস কনথৌজম (Govindas Konthoujam) মঙ্গলবার নিজের পদ থেকে ইস্তফা দেন। সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, আজ মণিপুর কংগ্রেসের ৮ বিধায়ক বিজেপিতে নাম লেখাতে পারেন। আগামী বছর মণিপুরে হতে চলা বিধানসভা নির্বাচনের আগে এটি কংগ্রেসের কাছে বড়সড় ঝটকা।
গোবিন্দদাস কনথৌজম মণিপুরের বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র থেকে ছয়বারের বিধায়ক। আর তিনি রাজ্যের বিরোধী দলনেতা। গত বছরের ডিসেম্বর মাসে ওনাকে মণিপুর কংগ্রেসের সভাপতি বানানো হয়েছিল।
বলে দিই, আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে গত মাসে ভারতীয় জনতা পার্টি সারদা দেবীকে রাজ্যের সভাপতির দায়িত্ব দিয়েছিলেন। সারদা দেবী এস টিকেন্দ্রর জায়গা নেন, করোনায় আক্রান্ত হয়ে ওনার মৃত্যু হওয়াতে এই সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি।