মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা আসন সমঝোতা চূড়ান্ত

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি ও শিবসেনার মধ্যে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত। জানা গিয়েছে, দুটি দলই সমান সমান আসন নিয়ে লড়াই করবে। এমনকি মুখ্যমন্ত্রী পদে দুই দলের নেতাই থাকবে, আড়াই-আড়াই বছর করে।

শিবসেনার সঞ্জয় রাউত বলেন,  দুটি দলের মধ্যে সমন্বয় ভাবে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দুটি দলই সমান সংখ্যক আসন নিয়ে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করবে। অর্থাৎ ২৮৮ আসনের মধ্যে বিজেপি ও শিবসেনার অর্ধেক অর্ধেক আসনে প্রার্থী থাকবে। একইভাবে দুটি দলের মুখ্যমন্ত্রীও অর্ধেক সময় ধরে থাকবে। এছাড়া ছোট সহযোগী দলগুলোকে বিজেপি ও শিবসেনা নিজেদের আসন থেকে ছেড়ে দেবে।

প্রসঙ্গত, ২০১৯ লোকসভা ভোটে বিজেপি ২৫টি ও শিবসেনা ২৩ টি আসনে লড়াই করে দুর্দান্ত জয় লাভ করেছে। তার আগের লোকসভা নির্বাচনেও দুটি দল একসঙ্গে লড়াই করেছিল। আবার আগের বিধানসভা নির্বাচনে দুটি দল আলাদাভাবে লড়াই করলেও একসঙ্গে সরকার গড়েছিল। কিন্তু এবার লোকসভাতে একসঙ্গে লড়াই করেছে, বিধানসভা নির্বাচনও এক সঙ্গে লড়াই করবে বলে সহমত প্রকাশ করেছে।

এই জোট প্রসঙ্গে রাউত বলেন,  দুটি দলই সহমত পোষণ করে একসঙ্গে লড়াই করছে। তাই এবার বিজেপি-শিবসেনা জোটই আবার সরকার গড়বে। অন্যদিকে, কংগ্রেস-এনসিপির মধ্যে জোট নিয়ে এখনও সেভাবে আলোচনা হয়নি। ফলে তারা কিছুটা পিছিয়ে রয়েছে বিজেপি-শিবসেনার কাছে।

ভাস্কর মান্না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.