শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে ওয়ান ডে সিরিজ শুরু করেছে ভারত। ৮০ বল ও সাত উইকেট হাতে রেখেই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ব্যাটসম্যানদের আগ্রাসী ভঙ্গিমায় ব্যাটিংয়ের সুবাদে প্রথম ৫০ ওভারের ম্যাচে জয় সুনিশ্চিত করে টিম ইন্ডিয়া।
সিরিজের আগে থেকেই ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটানো পৃথ্বী শ-র ব্যাটিংয়ের দিকে নজর ছিল সমর্থক থেকে বিশেষজ্ঞ সকলেরই। অর্ধশতরান হাতছাড়া করলেও, ২৬৩ রান তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই তাঁর ২৪ বলে ৪৩ রানের ইনিংস শ্রীলঙ্কা বোলিংয়ের কোমর ভেঙে দেয়। ম্যাচ সেরা পৃথ্বী জানান কোচ রাহুল দ্রাবিড়ের পরামর্শ নয়, বরং নিজের স্বাভাবিক ক্রিকেটটা খেলেই তিনি সফল হয়েছেন।
ম্যাচের পর পৃথ্বী বলেন, ‘রাহুল স্যার আমায় আলাদা করে কিছুই বলেননি। আমি নিজের স্বভাবচিত ভঙ্গিমায় ব্যাট করেছি এবং খারাপ বলের জন্যই আমি অপেক্ষা করছিলাম। সবসময় যাতে দলের রান এগোতে থাকে, সেদিকে লক্ষ্য রাখছিলাম এবং সত্যি বলতে পিচও ব্যাটিং সহায়ক ছিল। প্রথম ইনিংসেও পিচ ভালই ছিল, তবে আমার মতে দ্বিতীয় ইনিংসে এই পিচে ব্যাট করতে আরও সুবিধা হয়।’
দুরন্ত ছন্দে ব্যাট করা পৃথ্বীর হঠাৎ করেই একটি বল হেলমেটে লাগে। দীর্ঘ সময়ের জরুরি মেডিক্যাল পর্যবেক্ষণের পর স্পিনার ধনঞ্জয় ডি সিলভার বলে ফ্লাইট মিস করে আউট হন পৃথ্বী। তরুণ ওপেনার স্বীকার করে নিচ্ছেন হেলমেটে বল লাগায় তাঁর একাগ্রতা সামান্য হলেও বিঘ্ন হয় এবং তার ফলেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। ‘পেসের বিরুদ্ধে ব্যাট করা আমি খুবই উপভোগ করি। তবে হয়তো মাথায় বল লাগার পর আমার একাগ্রতা কিছুটা ভঙ্গ হয়।’ দাবি পৃথ্বীর