প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রকে চিটফান্ড কেলেঙ্কারিতে আবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জেরা করায় উৎকণ্ঠা বেড়েছে তৃণমূলের অন্দরমহলে ! সপ্তাহের প্রথম দিন সোমবার ইডির জেরার সম্মুখীন হন মদন। ৪ ঘণ্টা জেরা সামলেও সংবাদমাধ্যমে মুখ খোলেননি এই বিতর্কিত নেতা। মদনকে আবারও জেরা করার ইঙ্গিত দিয়েছে ইডি। একই দিনে শতাব্দী রায়কে ১২ জুলাই তাদের দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি। আর এমন তলবের ঘটনায় প্রমাদ গুনতে শুরু করেছে তৃণমূল নেতৃত্ব।
কারণ মদনের সঙ্গে চিটফান্ড কাণ্ডে কারাবাস হয়েছিল তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন অভিনেতা সাংসদ তাপস পালের। সারদা রোজভ্যালি কিংবা অন্যান্য যে কোন চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়িয়ে রয়েছে তৃণমূলের মন্ত্রী সাংসদ বিধায়কদের। রাজধানীর একটি সূত্র জানাচ্ছে ১৭ জুলাই সংসদের অধিবেশন শেষ হওয়ার পরেই তদন্তে গতি বাড়াবে সিবিআই ও এনফর্সমেন্ট ডিরেক্টরেট। তাই আগামী ২১ জুলাইয়ের শহীদ দিবসের কর্মসূচিতেও মন নেই তৃণমূল নেতাদের। এখন শুধু উৎকণ্ঠার প্রহর গণনা কার ডাক পড়ল সিজিও কম্প্লেক্সে?