রাহুল স্যারের মন্ত্রেই বদলে গেছেন কুলদীপ যাদব। বহুদিন পরে আবার বাইশ গজে নামছিলেন, তাই মনের ভিতরে একটু ভয় ভয় করছিল। প্রথম দিকটায় বুঝে উঠতে পারছিলেন না কী করবেন। সেই সময় রাহুল স্যার(রাহুল দ্রাবিড়) তাঁর মনে প্রথম সাহস দেন। জানিয়েদেন তুমি তোমার খেলা খেল। চিন্তা করবেনা, মন খুলে খেল, আর আনন্দ করতে করতে খেল। এরপরেই যেন সবটা বদলে যায়।
যুজবেন্দ্র চাহালকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কার প্রথম সারির উইকেট তুলে নেন কুল-চা জুটি। ৯ ওভার বল করে ৪৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে কুলদীপ যাদব। ২৬২ রানের মধ্যেই বেধে দেন শ্রীলঙ্কার ইনিংস। তারপর বাকিটা ইতিহাস। ভারত অতি সহজে বড় ব্যবধানে জয় পেল শ্রীলঙ্কার মাটিতে।
ম্যাচের পরে কুলদীপ যাদব সাংবাদিক সম্মেলনে এসে রাহুল দ্রাবিড় নিয়ে জানান, ‘আপনি খেললে চাপ এবং উদ্বেগ সর্বদাই থাকে। আমি অনেক দিন পরে খেলছিলাম। প্রথমদিকে, অনেক কথোপকথন হয়েছিল, রাহুল স্যার আমাকে সমর্থন করেছিলেন এবং আমাকে অনেক অনুপ্রাণিত করেছিলেন। তিনি খেলাটি উপভোগ করার বিষয়ে কথা বলেছিলেন, ফলাফলটি নিয়ে চিন্তা না করে আমরা গত পনের দিন ধরে যে প্রক্রিয়াটিতে কাজ করেছিলাম তাতে বিশ্বাসী ছিলাম। ভালো পারফরম্যান্স নিয়ে আমি খুব খুশি।’
এরপরে বায়ো বাবল নিয়ে প্রশ্ন করা হলে কুলদীপ জানান, ‘দীর্ঘদিন বয়ো বাবলে থাকা কঠিন তবে আপনি যখন খেলছেন না, তখন আপনার মনে প্রচুর সন্দেহ তৈরি হয়। সম্ভবত, এমন অনেক লোক আছেন যারা আপনাকে সহায়তা করতে চান, আপনার সাথে কথা বলতে পারেন, তবে আপনি যত বেশি কথা বলবেন তত সন্দেহ তৈরি হয়। তবে এটি একটি দল খেলাধুলা, কখনও কখনও আপনি সুযোগ পান, কখনও কখনও আপনি না করেন। আপনার কেবল সেই সুযোগটির জন্য অপেক্ষা করা উচিত।’