হিজবুল মুজাহিদিনের নাম করে হুমকি ভরা সিডি উদ্ধার করা হয় শনিবার সকালবেলা উত্তর দিনাজপুরের প্রেস ক্লাব থেকে । ইতিপূর্বে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম ও হিন্দু সাংবাদিকরাও এই ধরণের হুমকির সম্মুখীন হয়েছেন।
বাংলাদেশের পক্ষে এইরকম ঘটনা স্বাভাবিক হলেও পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা মিডিয়ার লোকেদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে।
হিন্দু সংখ্যাগরিষ্ট রাজ্যে বাংলাদেশের মতো জামাত ধাঁচে হুমকি দেওয়ার ঘটনাটা বরদাস্ত করতে পারছে না সাংবাদিককুল।
এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়, কারণ ওই সিডির উপর একটা কাগজে লেখা হয় যে ‘হিজবুল’ বাহিনীর বক্তব্য যেন সব চ্যানেলে দেখানো হয়।
ঘটনার বিবরণে প্রকাশ, শনিবার সকালে সাংবাদিকরা প্রেস ক্লাবের বারান্দায় ফেলে রাখা একটি সিডি দেখে তৎপর হয়ে উঠেন ও প্লাষ্টিক কাগজে মোড়া সিডিটি খুলেই হুমকি সম্মিলিত লেখা দেখে আঁতকে উঠেন।
তারপর তাঁরা সিডিটি চালিয়ে দেখেন তৌসিব আলী নাম এক ব্যক্তি উত্তেজক হিন্দু ও ভারত বিরোধী বক্তব্য রাখছে যা ছিল উগ্র সাম্প্রদায়িক ভাষায় ব্যাখ্যা করা। সঙ্গে সঙ্গে ঘটনাটি রায়গঞ্জের পুলিশ প্রধান সুমিত কুমার ও রাজ্য পুলিশের অন্যান্য পদস্থ আধিকারিকদের জানানো হয়।
পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু এই ভাবে সাংবাদিকদের হুমকি দেওয়া সংবাদ মাধ্যমকে চাপে ফেলে ‘জেহাদি এজেন্ডা’ চরিতার্থ করার প্রয়াস মনে করে ক্ষোভে ফুঁসছে জেলার সাংবাদিকরা।
2021-07-18