বাংলাদেশে হিন্দুদের উপর বিরামহীন আক্রমণ হয়েই চলেছে । গতকাল কুমিল্লার কুরবানপুরে একটি মনসা মন্দির আক্রমণ করে মুসলিমরা । মন্দির ভেঙে ফেলবার পর কেরোসিন দিয়ে পুড়িয়ে ফেলা হয় প্রতিমাটিকে । এর প্রতিবাদ করতে গেলে স্থানীয় হিন্দুদের উপর আক্রমণ চালিয়ে তাঁদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় । ধর্ষণ ও শ্লীলত্যাহানিও করা হয় হিন্দু নারীদের বলে খবর । পুলিশ অবশ্য এই ঘটনায় যুক্ত দুই ব্যক্তিকে আটক করেছে ।
অপরদিকে বাংলাদেশের নোয়াখালীর বেগমগঞ্জ এ একের পর এক হিন্দু বাড়িতে আক্রমণ চালায় মুসলিমরা । মুসলিম আক্রমণকারীরা হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে অতি শীঘ্রই ‘ ইসলামিক ‘ বাংলাদেশ ছেড়ে ‘ হিন্দু ‘ ভারতে যাওয়ার কথা বলে এসেছে ।
এদিকে, চট্টগ্রামের জয় কালী হাটের পশ্চিম সর্দার পাড়া তে 1992 সালে তৈরি করা একটি মন্দির গতকাল ভেঙে ফেলা হয় । শুধু মন্দির ই নয়, ভেঙে ফেলা হয়েছে স্থানীয় হিন্দু শিক্ষার্থী দের জন্য গড়ে তোলা ‘ গীতা বিদ্যালয় ‘ নামক একটি স্কুল ও ।
এই ব্যাপারে অভিযোগের তীর উঠেছে স্থানীয় বি এন পি নেতা জাফ্ফরউদ্দীন চৌধুরী র দিকে । জাফফারুদ্দিন অবশ্য বলেন যে এলাকায় রাস্তা সম্প্রসারণ করার জন্যই মন্দির ও স্কুল ভাঙতে বাধ্য হয়েছেন তারা । তবে স্থানীয় হিন্দুদের মতে, উন্নয়নের অছিলায় প্রায়ই হিন্দুদের মন্দির, স্কুল, ও বাড়ি ভাঙবার প্রয়াস চালানো হয়, তাও আবার সরকারি মদতেই ।
এদিকে দুইদিন আগেই ব্রাহ্মণবেড়িয়া র সাহেবাজপুরে স্থানীয় নেতা ইক্রামুল আমিন বাবু র নেতৃত্বে প্রায় পঞ্চাশ জন আক্রমণ করে হিন্দুদের ঘর বাড়ি ।
পুরো ঘটনা প্রবাহে প্রচন্ড উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারস্থ হয়েছে বাংলাদেশ হিন্দু মহা জোট।