খোদ নিউজিল্যান্ড এর বুকে অনুষ্ঠিত হতে চলেছে ওই দেশের তথা ওশিয়ানিয়া অঞ্চলের অন্যতম বৃহৎ হিন্দু উৎসব যার পোশাকি নাম ‘হিন্দুফেস্ট’।
এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হলো হিন্দু ইয়ুথ নিউজিলান্ড।
২০০৮ সালে এর প্রতিষ্ঠা হয়, আর এখন এটি এই দেশে হিন্দুদের অন্যতম বৃহৎ সংগঠন।
হিন্দু ফেস্টের মূল থিম রাখা হয়েছে ” ইউনিটি ইন ডাইভারসিটি ” অর্থাৎ বৈচিত্রের মধ্যেই ঐক্য।
কি না থাকছে এই হিন্দু ফেস্টে, নাচ , গান , শাস্ত্রীয় সংগীত , বৈদিক ম্যাথমেটিক্স, ফুড ফেস্ট ও ভারতের আদি বৈদিক সংস্কৃতি নিয়ে বিভিন্ন অনুষ্ঠান।
এছাড়াও থাকছে একটা বিজনেস হাব যেখানে থাকছে টেক্সটাইল সহ বস্ত্র শিল্প নিয়ে এক্সিবিশন , জুয়েলারি , লেদার , আই টি , ইলেকট্রনিক্স সরঞ্জামের ও এক্সিবিশন।
ভারত তথা নিউজিল্যান্ড , অস্ট্রেলিয়া ও ওশিয়ানিয়া অঞ্চলের ধনকুবের ব্যাবসায়ীরা উপস্থিত থাকবেন ওই অনুষ্ঠানে।
তবে পারম্পরিক সনাতন রীতি ও নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে হিন্দু ফেস্টটিতে খাওয়া দাওয়া হবে নিরামিষ। এর একটা লক্ষণীয় দিক হলো এখানে নিষিদ্ধ করা হয়েছে মদ্যপান ও
ধূমপান।