বীরভূমে এক মুসলিম তরুণী ভালোবেসে বিয়ে করে এক হিন্দু যুবককে এবং এই ‘অপরাধে’ গ্রামছাড়া করা হল নবদম্পতি ও তরুণের পরিবারকে। মেয়ের পরিবারের লোকজন এই ভালোবাসা মেনে নিতে না পেরে প্রাণনাশের হুমকি দিচ্ছে তরুণটিকে, এমনটাই অভিযোগ উঠল বীরভূমের শ্রীপুর গ্রামে।
নলহাটি থানার শ্রীপুর গ্রামের যুবক সুজন মাল ভালোবেসে বিয়ে করেন গ্রামেরই রিজিয়া খাতুনকে। গত ২৫ জুন ওই বিয়ের পরই সুজন মালের বাড়িতে চড়াও হয় রিজিয়ার পরিবার ও গ্রামবাসীদের একাংশ। এমনটাই অভিযোগ সুজনের পরিবারের। তাদের দাবি, তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরিস্থিতি বেগতিক বুঝে তারা কোনওক্রমে বাড়ি থেকে পালিয়ে যান।
বাড়ি ছাড়ার পর থেকে তারা আর গ্রামে ফিরতে পারেননি। গ্রামে ফিরলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ সুজনের পরিবারের।
এনিয়ে সংবাদমাধ্যমে, রিজিয়া বলেন, ধর্ম ছেড়ে সুজনকে বিয়ে করেছি। তার পরে আমার পরিবারের পক্ষ থেকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে গ্রামে ঢোকা যাবে না।
এদিকে, এনিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও কোনও কাজ হয়নি। ফলে বাধ্য হয়েই মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে এনিয়ে দরবার করা হয়েছে। এমনটাই দাবি সুজনের পরিবারের।