সম্প্রতি বালিতে ক্যারাটেকার পামেলা অধিকারীর রহস্যমৃত্যুতে প্রেমিক সানি খানকে গ্রেফতার করেছে পুলিশ৷ তবে, শুধুমাত্র পুলিশি গ্রেফতারে সন্তুষ্ট নন পামেলার মা-বাবা৷ অভিযুক্তের ফাঁসি চান ওঁরা। একইসঙ্গে তাঁদের অভিযোগ, কোনও নেতা-মন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করতে আসেননি। এমন পরিস্থিতিতেই এগিয়ে এল বিজেপি। প্রিয়াঙ্কার বাবা-মায়ের সঙ্গে দেখা করে তাঁদের আশ্বস্ত করলেন গেরুয়া শিবিরের কর্মীরা৷
শুক্রবার সকালেই বালিতে পামেলার বাড়িতে পৌঁছে যান বালি বিজেপি মণ্ডল-১ এর সাধারণ সম্পাদক ইন্দ্রনীল দাশগুপ্ত এবং দলের মণ্ডল-১ মহিলা মোর্চার সহ সম্পাদক পৌলমী আদক। তাঁরা গিয়ে পামেলার মা প্রিয়া অধিকারী এবং বাবা মলয় অধিকারীর সঙ্গে কথা বলেন। পামেলার মা-বাবার অভিযোগ, ‘ফেসবুকে অন্য ছবি রেখেছিল সানি। তারপরই বন্ধুত্ব হয় পামেলার সঙ্গে। আমরা এসব কিছুই জানতাম না।’ ঘটনার পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন প্রিয়া অধিকারী। তাঁর দাবি, মেয়ের আত্মহত্যায় দায়ী সানি যেন জীবনেও জেল থেকে মুক্তি না পায়। সবচেয়ে ভাল হয় যদি ওকে ফাঁসি দেওয়া যায়।
পামেলার বাড়িতে গিয়ে প্রথমেই স্থানীয় বিজেপি নেতা ইন্দ্রনীল বলেন, ‘এখানে রাজনীতি নয়, আমরা শুধুমাত্র একজন হিন্দু হিসেবে আরেকজন হিন্দু পরিবারের পাশে দাঁড়াতে এসেছি। সম্প্রতি রাজ্যজুড়ে আমরা এধরনের বহু ঘটনা দেখতে পাচ্ছি। বহুক্ষেত্রেই দেখা যাচ্ছে, হিন্দু বোনদের টার্গেট করছে বিশেষ সম্প্রদায়ের মানুষরা।’ পামেলার পরিবারের তরফ থেকে জানানো হয়, এখনও অবধি কোনও স্থানীয় নেতা কিংবা বিধায়ক তাঁদের সঙ্গে দেখা করতে আসেননি। তাঁরা শুধুই সুবিচার চান, শাস্তি চান অভিযুক্তের৷ অভিযুক্তকে শাস্তি পাইয়ে দিতে বদ্ধপরিকর বিজেপি মহিলা মর্চার নেত্রী পৌলমীও। তিনি আশ্বাস দেন, অভিযুক্তের শাস্তির জন্য সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত বিজেপি।
স্থানীয় বালি গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণিতে পড়ত পামেলা অধিকারী। বয়স মাত্র ১৪ বছর। কিন্তু এই কম বয়সেই জাতীয় স্তরের ক্যারাটেতে সুনাম অর্জন করে ফেলেছিল সে। তবে, হঠাৎই চলতি মাসের চার তারিখ তার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। অভিযোগ ওঠে তারই প্রেমিক সানি খানের বিরুদ্ধে। পামেলার দিদি প্রিয়াঙ্কা অধিকারী জানান, তাঁর বোনকে ব্ল্যাকমেইল করত সানি। এরপরই ১৪ তারিখ বর্ধমান থেকে সানিকে গ্রেফতার করে পুলিশ৷ সানির গ্রেফতারে সাময়িকভাবে শান্তি পেলেও এতে মোটেও সন্তুষ্ট নন পামেলার মা-বাবা। প্রিয়া অধিকারীর বক্তব্য, ‘আমার মেয়ে আমাদের ছেড়ে চলে গেছে। আমি চাই না সানি জেল থেকে বেরিয়ে এসে আরও মায়ের কোল খালি করুক।’