মুসলিম স্ত্রী ও শাশুড়ির অত্যাচারে থানায় অভিযোগ দায়ের করলেন এক শিখ যুবক।
ঘটনাটি ঘটে অমৃতসরে। ওই যুবকের অভিযোগ, ভালোবেসে আজ থেকে দশ বছর আগে বাড়ির অমতে এক মুসলিম মেয়েকে বিয়ে করেন তিনি, কিন্তু বিয়ের পর থেকে শিখ ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য চাপ দেয় তার স্ত্রী ও শাশুড়ি। তাতে অবশ্য তিনি রাজি হননি। বিয়ের দুই বছর পরে তাদের একটি পুত্র সন্তানও হয়।
এর পর অনেক বছর চুপ চাপ থাকলেও এবার তার ছেলেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার উদ্যোগ নেয় তার শশুর বাড়ির লোকজন এবং এ’কাজে বাধা দেওয়ায় তাঁকে শারীরিক ও মানসিক ভাবে হেনস্থা করে তার স্ত্রী , শাশুড়ি , এমনকি তার শালাও।
শিখ ব্যক্তির অভিযোগ, তাঁকে হেনস্থা করার সময় তার পরিহিত পবিত্র পাগড়ি জোর করে খুলে নিয়ে তা পা দিয়ে মাড়ানো হয়।
ওই ব্যক্তি নিজের ও তার একমাত্র পুত্র সন্তানের নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে স্থানীয় থানায় অভিযোগ করেছে ।
পুলিশ অভিযোগকারী শিখ ব্যক্তির স্ত্রী ও শালাকে গ্রেফতার করেছে।