উচ্চ মাধ্যমিকের আগেই হতে চলেছে মাধ্যমিকের ফলপ্রকাশ। আগামী ২০ জুলাই মাধ্যমিক ২০২১-এর ফলপ্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার দুপুরে পর্ষদের তরফে এমনই জানানো হয়েছে।
পর্ষদের তরফে জানানো হয়েছে ২০ জুলাই সকাল ১০টায় প্রকাশিত হবে ফল। ফল সরাসরি দেখা যাবে একাধিক ওয়েবসাইটে। সেই দিনই স্কুল থেকে পাওয়া যাবে মার্কশিট ও অ্যাডমিট কার্ড। এবার করোনার জেরে মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়ায় বিকল্প মূল্যায়ণ পদ্ধতিতে ফলপ্রকাশ হবে।
এবার মাধ্যমিকের কোনও মেধা তালিকা প্রকাশ করবে না পর্ষদ। অ্যাডমিট কার্ড পড়ুয়াদের হাতে না থাকায় রেজিস্ট্রেশন নম্বর দিয়ে অনলাইনে দেখতে হবে ফল। এবছর অগাস্টে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।তবে তার অনেক আগেই ফল প্রকাশ করতে চলেছে পর্ষদ।
বলে রাখি, আগামী ২২ জুলাই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল। বিকেল ৩টেয় ফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিকেল ৪টেয় অনলাইনে জানা যাবে ফল।