বাংলায় রাজ্যসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৯ আগস্ট হবে উপনির্বাচন। গত ফেব্রুয়ারি মাসে তৃমমূল সাংসদ দীনেশ ত্রিবেদী ওই পদ থেকে ইস্তফা দেন। তারপর থেকেই আসনটি ফাঁকা রয়েছে। এবার ওই আসনে উপনির্বাচনের মাধ্যমে নতুন সাংসদ বেছে নেওয়া হবে।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, আগামী ২৯ জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২ আগস্ট। ভোটগ্রহণ হবে ৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। ওই দিনই গণনা হবে।
পাশাপাশি কমিশনের কড়া নির্দেশ,ভোট গ্রহণের সময়ে করোনাবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। মাস্ক, স্যানিটাইজার ব্যববার বাধ্যতামূলক। এছাড়া মানতে হবে সামাজিক দূরত্ববিধি।
সূত্রের খবর, রাজ্যসভায় এই আসনে তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিনহাকে মনোনীত করতে পারে দল।