আগামী ১৯ জুলাই থেকে শুরু হবে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। চলবে ৪ অগস্ট পর্যন্ত। শুক্রবার এ কথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী বাত্য বসু।
নবান্নে সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘শুক্রবার থেকেই ইন্টারভিউ-এর জন্য কল লেটার দেওয়া দিয়ে দেওয়া হয়েছে। প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে তা ডাউনলোড করতে পারবেন।’’
চলতি মাসেই কলকাতা হাই কোর্ট উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৩৩৯ জন শিক্ষক নিয়োগের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। এর পরেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সক্রিয় হয়েছে রাজ্য।
ব্রাত্য জানিয়েছেন, আগের পর্যায়ের পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে ইন্টারভিউয়ের নম্বর যোগ করে উচ্চ প্রাথমিকে নিয়োগের চূড়ান্ত মেধাচালিকা প্রকাশ করা হবে। সেই তালিকায় মোট ১৫ হাজার ৪০৬ জনের নাম থাকবে। তাঁর কথায়, আদালতের নির্দেশের পরে অচলাবস্থা কেটেছে। নিয়ম মেনে ইন্টারভিউয়ের পর স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।’’