ফের করোনা আতঙ্কে ভুগছেন ঋদ্ধিমান সাহা, পাঠানো হল আইসোলেশনে

আইপিএলের সময়েই করোনায় আক্রান্ত হয়েছিলেন ঋদ্ধিমান সাহা। ফের আরও একবার করোনায় আতঙ্ক তাঁকে ঘিরে ধরেছে। তবে আপাতত তাঁর করোনা না ধরা পড়লেও, ভারতীয় দলের সাপোর্ট স্টাফ দয়ানন্দ গরানী, যিনি করোনায় আক্রান্ত হয়েছেন, ঋদ্ধি তাঁর সংস্পর্শে এসেছিলেন বলে জানা গিয়েছে। তাই ভারতীয় দলের বাঙালি উইকেটরক্ষককেও পাঠানো হয়েছে আইসোলেশনে।

জানা গিয়েছে, ঋদ্ধিমান সাহার করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে বাড়তি সতর্কতা অবলম্বন করার জন্যই তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রথমে জানা যায়, ঋষভ পন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। এই খবর পাওয়ার পরেই, তাঁকে এক আত্মীয়ের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়। এর পরই জানা যায়, ভারতীয় দলের থ্রো ডাউন বিশেষজ্ঞ দয়ানন্দ গরানীও করোনা আক্রান্ত। আপাতত যা পরিস্থিতি, তাতে দলের দুই উইকেটরক্ষকই আইসোলেশনে রয়েছেন।

তবে শুধু ঋদ্ধি একা নন, দয়ানন্দের সংস্পর্শে এসেছিলেন বোলিং প্রশিক্ষক ভরত অরুণও। তাই তাঁকেও আইসোলেশনে পাঠানো হয়েছে। এ দিকে ২০ জুলাই থেকেই শুরু হতে চলেছে প্রস্তুতি ম্যাচ। তার আগেই ভারতীয় শিবিরে করোনা হানা দেওয়ায় জটিল হয়েছে পরিস্থিতি। যে ভাবে ছুটির ভাবে ছুটির মেজাজে ভারতীয় দলের সদস্যরা ইংল্যান্ডে ঘুরে বেড়াচ্ছিলেন, কখনও ইউরো দেখতে যাচ্ছিলেন, তো কখনও উইম্বলডন, তাই নিয়েই এ বার তীব্র সমালোচনা শুরু হয়েছে। ক্রিকেট মহলের প্রশ্ন, ভারতীয় দল ইংল্যান্ড খেলতে গিয়েছে, নাকি ঘুরতে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.