জি এস টির লাগু হওয়ার বিরোধিতা আর মানুষের ক্ষোভকে হাওয়া দেওয়ার জন্য এখন মোদীজিকে লম্বা চিঠি লেখা স্ববিরোধিতা নয় ? কে প্রশ্ন করবে ? আনন্দবাজার ? বর্তমান ? এই সময় ?

তেলের দাম বৃদ্ধি নিয়ে পথে নেমেছে তৃণমূল । মমতা মুখ খুলেছেন । ১০ এবং ১১ তারিখ প্রতিটি বিধানসভায় তৃণমূলের পাঁচুরা মঞ্চ বেঁধে মাইক্রোফোনে দেদার গাল পেড়েছেন কেন্দ্রকে । কেন কেন্দ্র ৩২ টাকা ট্যাক্স নেবে প্রতি এক লিটার পেট্রোলে ?

সাম্প্রতিক কালে এ নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম আমার ফেসবুক দেওয়ালে । জানিয়েছিলাম প্রতি ১০০ টাকার পেট্রোলে কেন্দ্র নেয় ফিক্সড ৩৩ টাকা । পশ্চিমবঙ্গ নেয় ২৫ টাকা । পশ্চিমবঙ্গ সরকার ফর্টিন্থ ফাইন্যান্স কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ঐ ৩৩ এর মধ্যে ৪২ শতাংশ পেয়ে যায় । অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার ২৫ + ১৩ (৪২ শতাংশ) = ৩৮ টাকা পায় প্রতি ১০০ টাকার পেট্রোলে । কেন্দ্র রাজ্যকে দিয়ে শেষে পায় ২০ টাকার আশেপাশে ।

বারবার বিভিন্ন ফোরামে বলা হচ্ছে জি এস টি পেট্রোলের ওপর লাগু হলে দামটা অনেক কমে যেতে পারে । সর্বাধিক জি এস টি হতে পারে ২৮ শতাংশ । পেট্রোলে এখন যেটা আদায় হয় সেটা প্রায় ৬৫ শতাংশ । ফলে আকাশ ছোঁয়া তেলের দাম । মানুষের নাভিশ্বাস ওঠাটা স্বাভাবিক । এখন প্রশ্ন হচ্ছে জি এস টি লাগু করবে কে ? রাজ্য বা কেন্দ্র রাজী হবে কি । এই বাবদ যে বিপুল পরিমাণ অর্থ কেন্দ্র এবং রাজ্য সরকারের ভাঁড়ারে ঢোকে কেউ সেটা ছাড়তে রাজী হবে কি ? যাঁরা তেলের দাম বাড়লো বলে সব দায় কেন্দ্রের ঘাড়ে চাপাচ্ছে তারা একটা সহজ তথ্য কিন্তু সযত্নে লুকিয়ে যাচ্ছে । কি সেই তথ্য ? তেলের দামের ওঠানামা ওপেন মার্কেটের সঙ্গে মোদী কিন্তু যুক্ত করেন নি । এখন সেটা নিয়ন্ত্রণের দায় তাঁর ?

জি এস টি কাউন্সিলে বি জে পি বিরোধী রাজ্য গুলির বক্তব্যই বা কি শুনবেন ? এই নিয়ে সাম্প্রতিক কালে টি ভি তে তৃণমূলের মুখপাত্ররা নিয়ম করে বলে যাচ্ছেন তেলের দাম জি এস টির আওতায় আনার বিরোধিতা তাঁরা নাকি করেননি । এ নিয়ে একটু অতীতের পাতা ওল্টাতে গিয়ে আবিষ্কার করলাম যে তথ্য তার ফোটো কপিটা তুলে দিলাম দেওয়ালে । একটু মন দিয়ে পড়ুন ।

১২ ডিসেম্বর টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনে লিখছে –
Bengal opposes petroleum products in GST. The state government had objected to the proposed inclusion of petrol and petroleum products in the Goods and Services Tax (GST) in the 122nd Constitutional Amendment Bill, 2014. The meeting was convened by Union finance minister Arun Jaitly.

After the meeting state finance minister Amit Mitra said ” GST cannot be introduced at the cost of loss of state revenue meant for development of people “. Mitra had earlier written to both Jaitley and chairman of empowered committee A R Rather about Bengal’s objections.

কিছু বুঝলেন ? কাজে জি এস টির লাগু হওয়ার বিরোধিতা আর মানুষের ক্ষোভকে হাওয়া দেওয়ার জন্য এখন মোদীজিকে লম্বা চিঠি লেখা স্ববিরোধিতা নয় ? কে প্রশ্ন করবে ? আনন্দবাজার ? বর্তমান ? এই সময় ?

এদের দম আছে কথাটা তোলার ? মমতাকে স্মরণ করানোর ? “আপনি নিজেই নিজেকে বিরোধিতা করছেন” কথাটা বলতে যেটুকু সততা লাগে সেটুকুও এই সংবাদ মাধ্যমগুলো এখন হারিয়েছে !! শুধুমাত্র কোটি কোটি টাকার সরকারি বিজ্ঞাপনের মুনাফার লোভে !!

সত্যিই বড় বিচিত্র এই বাংলা, বিবেকগুলো কি সুন্দর অকাতরে ঘুমোয় ভাঁড়ারের গর্ভে ।

লজ্জা ।

সন্ময় বন্দ্যোপাধ্যায় ( ৯৮৩০৪২৬০৭৮)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.