“কাঠমানির” অভিযোগ আছে এমন তৃণমূলের নেতাদের বিজেপিতে নেওয়া হবে না। তার জন্য স্কিনিং করা হবে। যারা কাঠমানি নিয়েছে। তাদের “এন্টি কাট” করা হবে। রবিবার আইসিসিআরে বিজেপির সদস্যপদ অভিযানে এর বৈঠকে বিজেপির সাংসদ- বিধায়কদের উদ্দেশ্যে এই মন্তব্য করেন কৈলাশ বিজবর্গী।
কৈলাস বলেন, “কাটমানি যারা নিয়েছে তারা বলছে, অভিষেকের কাছে ৭৫ শতাংশ পৌচ্ছেছে। জাহাজ ডুবছে। আপনি কর্মীদের উপর তরোয়াল রাখছেন।” কৈলাশ আরও বলেন, “অমিত শাহ বলেছেন ১০ কোটি সদস্য হয়েছিলও বলে আমরা ৩০০ সিট পেয়েছি।
তাই এখানে ১ কোটি সদস্য তৈরি করা যায়। তবেই আমরা বিধানসভায় দখল করতে পারব”।
বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক শিবপ্রকাশ কার্যকর্তাদের উদ্দেশ্যে বলেন, “দলের পুরানো ও নতূন নেতাদের মধ্যে কোনও ভেদাভেদ নয়। অন্যদল থেকে আসা কার্যকর্তাদের সঙ্গে কোনও ভেদাভেদ করবেন না। কারণ সেই কর্মী যদি বিজেপিতে যোগ দেওয়া মাত্রই সে আমাদের পরিবারের একজন সদস্য। তাই তার সঙ্গে বিজেপির কার্যকর্তাদের কোনোও ঝামেলা ও গন্ডগোল করা ঠিক না।”