দুই সাম্প্রতিক কেলেঙ্কারির দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি শুভেন্দু অধিকারীর

রাজ্যের চিকিৎসাক্ষেত্রে দুই সাম্প্রতিক কেলেঙ্কারির দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোমবার তিনি টুইটে লেখেন, “কলকাতা মেডিকেল কলেজের টসিলিজুমাব ইনজেকশন চুরি ও এসএসকেএম-তে শ্লীলতাহানির মতো গুরুতর অপরাধের দায়ে নিছক বদলি করে শাস্তি দেওয়া হয়েছে। তবে কোনও ব্যক্তির অহংকারের বার্তা দেওয়ার জন্য দোষীকে অবশ্যই কঠোরভাবে শাস্তি দেওয়া উচিত।“

প্রসঙ্গত, মাস দেড় আগে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ইঞ্জেকশন চুরি যাওয়ার বিষয়টি সামনে আসে। জানা যায়, করোনার চিকিৎসায় ব্যবহৃত জীবনদায়ী ২৬টি টসিলিজুমাব ইঞ্জেকশন উধাও হয়ে গিয়েছে, যার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। বেআইনি ভাবে প্রভাব খাটিয়ে কর্তব্যরত নার্স থেকে ইঞ্জেকশন হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় শাসকদলের ঘনিষ্ঠ বলে পরিচিত মেডিক্যাল কলেজের এক চিকিৎসকের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।

অপর ঘটনায় এসএসকেএম হাসপাতালেই খোদ মহিলা চিকিৎসককে শ্লীলতাহানি ও হেনস্থার অভিযোগ উঠেছিল। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ওই মহিলা চিকিত্‍সকের অভিযোগ, বিভাগেরই সহকর্মী দুই চিকিত্‍সক তাঁকে শ্লীলতাহানি ও হেনস্থা করেছেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন তিনি। এসএসকেএম কর্তৃপক্ষকে করা অভিযোগে তিনি জানিয়েছিলেন, ২০২০ থেকেই যৌন হেনস্থার শিকার তিনি। নানা অছিলায় তাঁকে হেনস্থা করা হত বলে অভিযোগ করেন। পাশাপাশি ২৭ মে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ, এরপর থেকে তাঁকে হুমকি দেওয়া শুরু হয়। অতি সম্প্রতি অভিযুক্ত দুই চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপ করেছে স্বাস্থ্য ভবন। তাঁদের দু’জনকেই বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

এই দুই ক্ষেত্রে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শুভেন্দুবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.