নিজস্ব সংবাদদাতা— করোনা অতিমারির কারনে দীর্ঘ দেড় বছর ধরে বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ। বিদ্যালয়ে যে সব সহপাঠক্রমিক ক্রিয়াকলাপের মধ্যে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ঘটে, সেগুলিও বন্ধ। এই কঠিন পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের জন্য বীরভূমের দশটি বিদ্যালয় আয়োজন করে একটি অনলাইন প্রশ্নোত্তর প্রতিযোগিতার।
রবিবার বিকেলে দশটি বিদ্যালয়ের ২০ জন ছাত্র ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সিউড়ি, মহম্মদবাজার, রাজনগর, সাঁইথিয়া, বোলপুর, নানুর ও আমোদপুর অঞ্চলের ১০টি বিদ্যালয় অন্য আঙ্গিকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার শুভারম্ভ করেন জয়েন্ট ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন (উচ্চশিক্ষা) ও পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পরামর্শদাতা পার্থ কর্মকার। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দূরদর্শনের ‘যোগবিয়োগ’ ও ‘এখন ই কুইজ’ খ্যাত রাজীব স্যান্যাল।
অনুষ্ঠানের শুরুতে পার্থ কর্মকার আয়োজকদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান। তিনি পুঁথিগত পড়াশোনার বাইরেও প্রশ্নোত্তরের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অডিও, ভিসুয়াল পদ্ধতিতে কুইজ পরিচালনা করেন কুইজ মাস্টার, যা ছাত্র ছাত্রী ,শিক্ষক শিক্ষিকা তথা সকল দর্শকবৃন্দের কাছে খুব মনোগ্রাহী ও চিত্তাকর্ষক হয়ে ওঠে। তিনটি রাউন্ডের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে প্রথম স্থান অর্জন করে নানুর সি এম হাইস্কুল।