Coronavirus Update: কমল দৈনিক সংক্রমণ, করোনায় মৃতের সংখ্যা নামল হাজারের নিচে

ফের কিছুটা কমল দেশে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৫০৬ জন। এদিকে গতকাল দৈনিক মৃত্যু হাজারের উপরে উঠে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল বিশেষজ্ঞদের কপালে। তবে আজ মিলেছে স্বস্তির খবর। গত ২৪ ঘণ্টায় ফের মৃতের সংখ্যা হাচারের গণ্ডির নিচে নেমেছে। শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৯৫ জনের। এদিকে সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৫২৬ জন। এদিকে সংক্রমণ কমলেও করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এখনও কাটেনি।

এর আগে মঙ্গলবার দেশে অনেকটাই কমেছিল করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। সেদিন আক্রান্ত হয়েছিলেন ৩৪ হাজার ৭০৪ জন। গত ১১১ দিনের সংক্রমণের নিরিখে সেটাই ছিল সর্বনিম্ন। তবে বুধবার দৈনিক সংক্রমণ ফের এক লাফে বেড়ে ৪৩ হাজারের গণ্ডি ছাড়ায়। বৃহস্পতিবারও সামান্য বাড়ে সংক্রমণ। তারপর থেকে লাগাতার তিন দিন ধরে নিম্নমুখী দৈনিক সংক্রমণ। এদিকে দেশে কমলেও রাজ্যে মেদিনীপুরে দিন দিন করোনা বাড়ছে। এই আবহে মেদিনীপুর পুরসভার আরও ৪টি ওয়ার্ডকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করল প্রশাসন।

রবিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৫০৬ জন, মৃত্যু হয়েছে ৮৯৫ জনের। গতকাল করোনায় মৃত্যু হয়েছিল ১ হাজার ২০৬ জনের। সেখান থেকে এদিন অনেকটাই কমেছে করোনায় দৈনিক মৃ্ত্যু। এদিকে দেশে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫৪ হাজার ১১৮। দুই দিন আগেই কেন্দ্র জানিয়েছিল, দেশের ৮০ শতাংশ নতুন সংক্রমণের খবর আসছে ৯০টি জেলা থেকে। এর মধ্যে ১৪টি জেলা উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। এই আবহে উত্তর-পূর্ব নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। এদিকে এখনও পর্যন্ত মোট ৩৭ কোটি ৬০ লক্ষ ৩২ হাজার ৫৮৬টি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে দেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.