বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান্যতার তালিকায় এখনও নাম ওঠেনি কোভ্যাকসিনের। যাঁরা ভারত বায়োটেকের তৈরি এই টিকা নিয়েছেন তাঁদের সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে। মূলত বিদেশযাত্রার ক্ষেত্রেই অসুবিধা হবে কোভ্যাকসিন প্রাপকদের। কিন্তু ভারতে তৈরি এই ভ্যাকসিনকে এবার জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিতে চলেছে হু।
আগামী ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যেই জরুরি ভিত্তিতে কোভ্যাকসিন টিকাকে ছাড়পত্র দেওয়া হতে পারে, এদিন এমনটাই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য গবেষক সৌম্যা স্বামীনাথন। ভারত বায়োটেকের টিকা এমার্জেন্সি ইউজ লিস্ট বা ইইউএল ভুক্ত হবে।
সৌম্যা স্বামীনাথন বলেছেন, হু-এর পোর্টালে সমস্ত তথ্য আপলোড করছে ভারত বায়োটেক। কোভ্যাকসিনকে যাচাই করে দেখা হচ্ছে। যদিও এখনও এই ভ্যাকসিনকে মান্যতা দেওয়ার ব্যাপারে কিছু বলা হয়নি।
তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ করে সম্পূর্ণ তথ্য হু-এর ওয়েবসাইটে আপলোড করতে হয়। তবেই ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়ে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এখনও পর্যন্ত মোট ৬টি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে হু। তার মধ্যে রয়েছে ভারতে সিরাম ইনস্টিটিউট নির্মিত কোভিশিল্ড। এছাড়া অক্সফোর্ডের অ্যাস্ট্রোজেনেকা, ফাইজার, মডার্না এবং চিনের সিনোফার্ম ভ্যাকসিন তালিকায় রয়েছে।
সবকিছু ঠিকঠাক চললে সাত নম্বর ভ্যাকসিন হিসেবে ছাড়পত্র পেতে চলেছে ভারত বায়োটেকের তৈরি কোভিড ভ্যাকসিন কোভ্যাকসিন।