“ভারতীয় জনতা পার্টি দেশকে সঠিক দিশা দেখাচ্ছে, অন্য রাজনৈতিক দলগুলি এখন দিশাহীন হয়ে পড়েছে। আর সেই কারনেই অন্য সব রাজনৈতিক দল থেকে দলে দলে সমর্থকরা বিজেপিতে যোগদান করতে আসছে । ভারতীয় জনতা পার্টিতে সদস্য হতে গেলে কাউকে বা কোন বড় নেতাকে তেল দিয়ে সদস্য হতে হয় না । ভারতীয় জনতা পার্টিতে ব্যাক্তি প্রাধান্য পায় না, আমাদের দলে নীতি আদর্শ প্রধান বিষয় ।” পানিহাটিতে দলীয় কর্মসূচিতে অংশ নিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে এমনটাই জানালেন দেশের নারী ও শিশু কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।
আজ শনিবার ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ড: শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের ১১৮তম জন্মদিবস পালন করা হয় গোটা রাজ্যজুড়ে। আর এই উপলক্ষে রাজ্যজুড়ে চলছে বিজেপিতে সদস্যতা যোগদান কর্মসূচি । উত্তর কলকাতা শহরতলীর উদ্যোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি এলাকায় বিজেপির একগুচ্ছ কর্মসূচি পালিত হয় এদিন। পানিহাটির উসুমপুর বটতলা এলাকায় শনিবার বিজেপির কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান প্রক্রিয়া চলল। কিভাবে একটি মোবাইল নম্বরে মিসড কল দিয়ে ভারতীয় জনতা পার্টির সদস্য হওয়া যায়, এদিন তা দলীয় সমর্থকদের কাছে ব্যাখ্যা করেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী ।
তিনি আরও বলেন, “ভারতীয় জনতা পার্টির সদস্য হতে গেলে বড় নেতা নেত্রীদের কাছে যেতে হবে না। আপনি মোবাইল ফোনে মিসড কল দিয়ে ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহন করতে পারবেন ।” শনিবার দেবশ্রী চৌধুরী পানিহাটি এলাকায় বিজেপি কর্মীদের দ্বারা আয়োজিত একটি রক্তদান কর্মসূচি ও আরেকটি বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ নেন ।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী এদিন সাংবাদিকদের বলেন, “রাজনৈতিক দল মানুষকে উপযুক্ত দিশা দেখায়। কিন্তু কোন রাজনৈতিক দল যখন দিশাহীন হয়ে পড়ে, তখন মানুষ রাষ্ট্রকর্ম করতে উপযুক্ত দিশার খোঁজ করে । ভারতীয় জনতা পার্টি এখন দেশকে সঠিক দিশা দেখাচ্ছে । সেই জন্যই এখন তৃণমূল, সিপিএম, কংগ্রেস থেকে মানুষ দলে দলে বিজেপিতে যোগদান করছে ।” পনিহাটি এলাকায় বিজেপির এদিনের দলীয় কর্মসূচিতে দেবশ্রী চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা উত্তর শহরতলীর জেলা সভাপতি কিশোর কর, জেলা সম্পাদক চণ্ডী চরন রায়, প্রাক্তন জেলা সভাপতি মানস ভট্টাচর্য্য সহ বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা।