দিল্লিতে ডাক পড়ল রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। সূত্রের খবর, শনিবার রাতেই দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি। রবিবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন দিলীপ ঘোষ।দিল্লিতে জে পি নাড্ডার(J P Nadda)-র সঙ্গে বৈঠক করবেন তিনি।
একুশের নির্বাচন ময়দানে কার্যত ভরাডুবি দলের। বাড়ছে অভ্যন্তরীণ ‘বিদ্রোহে’র আঁচ। ‘বেসুরো’ শোনাচ্ছেন বেশ কিছু প্রথম সারির নেতা। এছাড়াও ভোট পরবর্তী হিংসা নিয়ে দলীয় সদস্যদের অভিযোগ জারি রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এই আবহেই এবার রাজ্য বিজেপি (BJP) নেতৃত্বের উপর চাপ বাড়াল কেন্দ্রীয় নেতৃত্বে। দিল্লিতে জরুরি তলব করা হয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (BJP State President Dilip Ghosh)। সূত্রের খবর, শনিবার রাতের মধ্যে তিনি দিল্লি উড়ে যাবেন। সেখানে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে তাঁর বৈঠক হবে। সূত্রের খবর এই দিল্লি সফরেই সাংগঠনিক রদবদল নিয়ে বাংলা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে আলোচনা হবে আরও বেশ কয়েকজন শীর্ষ নেতার।
প্রসঙ্গত, দলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ‘বেসুরো’ মন্তব্যের কারণে সৌমিত্র খাঁ, বাবুল সুপ্রিয়দের মতো রাজ্যের গুরুত্বপূর্ণ নেতাদের শোকজ (Show cause) করা হয়েছে বিজেপি নেতৃত্বের তরফে। যুব মোর্চা সভাপতির পদ খোয়াতে পারেন সৌমিত্র। আরও নানা রদবদল হওয়ার ব্যাপক সম্ভাবনা। বঙ্গ বিজেপিকে নতুন করে সাজাতে আরও তৎপর শীর্ষ নেতৃত্ব। এই সফরে দিলীপ ঘোষের সঙ্গে আলোচনায় বসতে পারেন কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ (BL Santosh)। রবিবার সকালে জে পি নাড্ডার সঙ্গে দিলীপের বৈঠকের সম্ভাবনা।