বিজেপি করায় পানীয় জল থেকে বঞ্চিত গ্রামের ১৫০ পরিবার, নতুন নলকূপ বসানোর ব্যবস্থা করলেন বিজেপি নেতা দেবদত্ত মাজি

তাদের অপরাধ তারা বিজেপির সমর্থক। তাই বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই তাদের পানীয় জল থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ। ঘটনা হাওড়া জেলার খয়ড়া নামক একটি গ্রামের। ভোট পরবর্তী হিংসার এ এক অন্যরূপ। সারা গ্রামের মানুষ পানীয় জলের জন্য যে নলকূপ ব্যবহার করে এই পরিবার গুলিকে সেই নলকূপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারা বিজেপি করে বলে। স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই এই কাজ হয়েছে বলে অভিযোগ। ঘটনা সম্পর্কে জানতে পেরে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা দেবদত্ত মাজি।


গ্রামের প্রায় ১৫০-র বেশি পরিবার বিজেপি সমর্থক। বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হতেই সেইসব পরিবারগুলিকে শিক্ষা দিতে পানীয় জল নেওয়া থেকে বঞ্চিত করা হয় বলে অভিযোগ। সারা গ্রামের মানুষ যে সব নলকূপ থেকে পানীয় জল নেয় জীবন ধারণের জন্য, সেই সব নলকূপ থেকে বিজেপি করার অপরাধে জল নেওয়া বন্ধ করে দেওয়া হয় ওই পরিবার গুলির। বাধ্য হয়ে তারা গ্রামের পুকুরের জল ব্যবহার করতে শুরু করে। আর এই অপরিশোধিত পুকুরের জল খেয়ে এই সব পরিবারে অনেকেই অসুস্থ হয়ে পরেন। অনেকের জটিল রোগ পর্যন্ত দেখা দিয়েছে। এই ঘটনা বিজেপি নেতা তথা সিংহবাহিনীর সর্বময় কর্তা দেবদত্ত মাজির কানে আসে। পানীয় জলের জন্য এই মানুষগুলোর অসুবিধার কথা জানতে তৎক্ষণাৎ পদক্ষেপ করেন। তিনি পানীয় জল থেকে বঞ্চিত থাকা এই পরিবার গুলোর পাশে দাঁড়ান।



দেবদত্তবাবু নিজে উদ্যোগী হয়ে ঐ গ্রামে একটি নলকূপ বসানোর ব্যবস্থা করেন। দেবদত্তবাবু বলেন, “পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, তাদের রেশন কার্ড করে দেওয়া হচ্ছে অথচ এই রাজ্যের বাসিন্দা হয়েও হিন্দুরা পানীয় জল থেকে বঞ্চিত। তাই আমি একজন বিজেপি কর্মী হিসেবে উদ্যোগী হয়ে দলের সমর্থকদের পাশে দাঁড়িয়েছি।” দেবদত্ত বাবুর এই সাধু উদ্যোগে কারণে বঞ্চিত ওই পরিবার গুলো আবার পরিশ্রূত পানীয় জল পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.