ঘুরপথে আন্দোলন শেষ করার উদ্যোগ, কৃষকদের ১ লক্ষ কোটি টাকার উপহার মোদী সরকারের

মোদী সরকারের ক্যাবিনেট বিস্তারের পর হওয়া পথম বৈঠকে মণ্ডি গুলোর মাধ্যমে কৃষকদের এক লক্ষ কোটি টাকা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার পরিস্কার করে দিয়েছে যে, মণ্ডি তুলে দেওয়া হবে না এবং APMC মণ্ডিগুলিকে আরও মজবুত করা হবে।

এছাড়াও সরকার কৃষকদের কাছে আন্দোলন শেষ করার আবেদন জানিয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী পরিস্কার জানিয়ে দিয়েছেন যে, কৃষি আইন রদ করা হবে না, আন্দোলন করা কৃষকরা অন্য কোনও প্রস্তাব আনলে সেটা নিয়ে চর্চা হবে।

ক্যাবিনেটের বৈঠক শেষ হওয়ার পর কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর মিডিয়াকে বৈঠকের সিদ্ধান্তের কথা জানান। অনুরাগ ঠাকুর বলেন, সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, ওই সিদ্ধান্ত অনুযায়ী এক লক্ষ কোটি টাকা মণ্ডিগুলির মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। অনুরাগ ঠাকুর এও বলেন যে, সরকার চায় মণ্ডিগুলি আরও উন্নত এবং মজবুত হোক।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরও বলেন মণ্ডিগুলিকে আরও মজবুত করা হবে, সেগুলোকে সবরকম সহায়তা করা হবে। তিনি বলেন, অ্যাগ্রি স্টার্টআপ এবং কৃষকদের গোষ্ঠীকে ২ কোটি টাকা পর্যন্ত ঋণে ৩ শতাংশ ছাড় দেওয়া হবে। যদি কোনও ব্যক্তি একের বেশি প্রোজেক্ট চালান, তাঁকে ২ কোটি টাকা আলদা আলাদা করে ঋণ দেওউয়া হবে এবং সুদেও ছাড় দেওয়া হবে।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষকদের আন্দোলন শেষ করার আহ্বান জানিয়ে বলেন, মোদী সরকারের মনে কৃষকদের জন্য অনেক সম্মান রয়েছে এবং কৃষি ক্ষেত্র সরকারের প্রাথমিকতার মধ্যে রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.