অবিজেপি পার্টিগুলি যখন পেট্রোপণ্যের দাম বাড়ার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে তখন তাদের উদ্দেশ্যেও প্রশ্ন উঠতে পারে যে তারা নিজেরা কেন জনগণের অসুবিধের কথা বিবেচনা করে রাজ্যের কর কমাচ্ছে না, অথবা কেন্দ্র কে কেন বলছে না যে কেন্দ্রীয় কর থেকে আমরা যে 42% শেয়ার পাই সেটা আমরা আর চাই না ?

পেট্রোল ডিজেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, সব জিনিসের দাম বাড়ে, সাধারণ মানুষের অসুবিধে হয়। এতে কারো দ্বিমত নেই। জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করা যেতেই পারে। এটা অবশ্যই গণতান্ত্রিক অধিকার। এতেও কারো আপত্তি থাকার কথা নয়। কিন্তু যেটা আপত্তিকর তা হল পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করা হয় শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, যেখানে আমরা জানি যে পেট্রোল ডিজেলের উপরে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই কর নেয়। কেন্দ্র প্রতি লিটার পেট্রোলের উপরে 34 টাকা ট্যাক্স নেয়, রাজ্যগুলি নেয় গড়ে 25-26 টাকা। রাজ্যের কর শুধুমাত্র রাজ্য সরকারের কোষাগারে জমা পড়ে। কেন্দ্র তার থেকে ভাগ পায় না। কিন্তু কেন্দ্র যে ট্যাক্স নেয় তার থেকে রাজ্য সরকারগুলি 42% হারে শেয়ার পায়। ফলে এক লিটার পেট্রোলে কেন্দ্রের ভান্ডারে যায় 20 টাকা আর রাজ্যের ভান্ডারে যায় 40 টাকা। হিসেব থেকে স্পষ্ট যে জ্বালানী তেলের উপরে যে ট্যাক্স নেওয়া হয় তার বেশীরভাগটাই পায় রাজ্য সরকারগুলি। অথচ অবিজেপি শাসিত রাজ্যগুলির শাসক দল জনগণকে ভুল বোঝাচ্ছে যে পেট্রোপণ্যের দাম বেড়েছে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের নেওয়া করের জন্য।

অবিজেপি পার্টিগুলি যখন পেট্রোপণ্যের দাম বাড়ার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে তখন তাদের উদ্দেশ্যেও প্রশ্ন উঠতে পারে যে তারা নিজেরা কেন জনগণের অসুবিধের কথা বিবেচনা করে রাজ্যের কর কমাচ্ছে না, অথবা কেন্দ্র কে কেন বলছে না যে কেন্দ্রীয় কর থেকে আমরা যে 42% শেয়ার পাই সেটা আমরা আর চাই না ? প্রশাসন চালাতে রাজ্য সরকারের যদি অনেক খরচ হয়ে থাকে তবে কেন্দ্রীয় সরকারেরও টাকার প্রয়োজন কম নয়। দেশের 60% নাগরিককে করোনা আবহে ফ্রি তে রেশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এছাড়া অধিকাংশ জনগণ কে ফ্রি তে ভ্যাকসিন দিতে হচ্ছে, UPA জমানায় ভেঙ্গে পড়া ডিফেন্সকে আবার নতুন করে ঢেলে সাজাতে হচ্ছে বিদেশ থেকে আধুনিক বিমান, যুদ্ধ জাহাজ ইত্যাদি ক্রয় করে। ইনফ্রাস্ট্রাকচার কে উন্নত করতে বর্তমান কেন্দ্রীয় সরকার বিপুল খরচ করছেন। চীন বা পাকিস্তান আমাদের এক বর্গ ইঞ্চি জমি অধিকার করলে আমরা দেশের কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করি। অথচ দেশকে বৈদেশিক শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য, দেশের পরিকাঠামোর উন্নতির জন্য কেন্দ্রীয় সরকার ট্যাক্স নিলে আমরা সেটা নেওয়া অন্যায় বলে মনে করি। আমরা মাইনে নিই 2021 এর হিসেবে। অথচ আশা করি বাজারের দাম 2014 সালে যা ছিল 2021 এ ও তাই থাকবে।

পরিশেষে বলব, সমালোচনা করুন, প্রতিবাদ করুন, আন্দোলন করুন। কিন্তু একচক্ষু বিশিষ্ট হরিণের মতো আচরণ করবেন না। যদি পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করতেই হয় তবে কেন্দ্র রাজ্য উভয় সরকারের বিরুদ্ধেই করুন। রাজ্য সরকারগুলিও যে পেট্রোল ডিজেলের উপরে ট্যাক্স নেয় এবং এর উপরেও কেন্দ্রীয় করের থেকেও 42% শেয়ার পায় সে কথা দয়া করে চেপে যাবেন না।

বামাখ্যাপা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.