বাংলা থেকে চার সাংসদ হতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী, বাদ পড়তে চলেছেন একজন

প্রধানমন্ত্রী রুপে ২০১৯-এর মে মাসে ৫৭ মন্ত্রীদের নিয়ে নিজের দ্বিতীয় কার্যকাল শুরু করার পর নরেন্দ্র মোদী বুধবার প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রীসভায় ফেরবদল এবং বিস্তার করতে চলেছেন। বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ রাষ্ট্রপতি ভবনের অশোক হলে করোনার নিয়ম পালন করে শপথ গ্রহণ সমাবেশ হবে।

কেন্দ্রীয় মন্ত্রীসভায় বিস্তার আর ফেরবদলের গুঞ্জন তখন আরও তীব্র হয়ে ওঠে, যখন কেন্দ্রীয় সামাজিক এবং ন্যায় মন্ত্রী থাবরচন্দ্র গেহলটকে কর্ণাটকের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয় আর সেই নেতাদের ফোন করে দিল্লী ডাকা হয়, যাদের মন্ত্রী বানানোর চর্চা কদিন ধরে হচ্ছিল। বর্তমান মন্ত্রী পরিষদে মোট ৫৩ জন মন্ত্রী রয়েছে আর নিয়ম মাফিক মোট ৮১ জন মন্ত্রী থাকতে পারবে।
প্রাপ্ত খবর অনুযায়ী, এবার যুব সাংসদদের নিয়ে মন্ত্রীসভা গড়তে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে সুনিতা দুগগল, বিএল বর্মা, ভুপেন্দ্র যাদব, অনুরাগ ঠাকুর, অনুপ্রিয়া প্যাটেল, মীনাক্ষী লেখী, অজয় ভট্ট, শোভা করনদজলে, প্রীতম মুণ্ডে, শান্তনু ঠাকুর আর কপিল পাতিল প্রধানমন্ত্রী বাসভবনে আছেন।

মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও কেন্দ্রীয় মন্ত্রীসভায় জায়গা পেতে চলেছেন। এছাড়াও বাংলা থেকে লকেট চ্যাটার্জী, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক এবং শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীকে সরিয়ে ওনাকে অন্য দায়িত্ব দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। তবে এখনই পাকাপাকি ভাবে কিছু বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.