কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল প্রক্রিয়ায় নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ হল। আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন ৪৩ জন মন্ত্রী। তাঁদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উপস্থিত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শপথ গ্রহণের আগে সকাল থেকে জোর রাজনৈতিক তত্পরতা চলে রাজধানীতে। মোদী সরকারের প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে সপ্তম বর্ষপূর্তিতে এত বড় মাপের রদবদল আগে হয়নি। একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী আজ ইস্তফা দিয়েছেন রদবদলের আগে। ১২জনকে সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে।
শপথ নিলেন বিজেপির রাজ্যসভা সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মহারাষ্ট্র ও অসমের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানে ও সর্বানন্দ সোনোয়াল।
রামচন্দ্র প্রসাজ সিং, অশ্বিনী বৈষ্ণব শপথ নিলেন। নারায়ণ তাতু রানে, ডঃ বীরেন্দ্র কুমারও শপথ নিলেন।