বিভিন্ন জেলায় আগেই লিটার পিছু ১০০ টাকার গণ্ডি পার করেছিল পেট্রোলের দাম। এবার শেষ পর্যন্ত কলকাতাতেও পেট্রোলের দাম ১০০ টাকার গণ্ডি ছাড়িয়ে গেল। কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়েছে। এদিকে ডিজেলের দাম লিটারে ২৩ পয়সা বেড়ে হয়েছে ৯২ টাকা ৫০ পয়সা। মঙ্গলবার মধ্যরাত থেকে নয়া দাম কার্যকর করা হয়। মহানগরীতে আজ পেট্রোল বিক্রি হচ্ছে লিটার পিছু ১০০ টাকা ২৩ পয়সায়।
এদিকে পেট্রোল-ডিজেলের দাম বাড়তে থাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও মহার্ঘ হতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে বাড়ছে সবজি-সহ অন্যান্য জিনিসের দাম। সামান্য মাছ-ভাত জোটাতেও নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। শহরবাসীর পকেটে টান পড়েছে। এরকম অবস্থায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি আমজনতার কপালে চিন্তার ভাঁজ আরও বাড়িয়েছে।
এদিকে এর আগে গতকাল বর্ধমানে সেঞ্চুরি হাঁকা পেট্রোল। কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় পেট্রলের দাম ১০০ টাকা ছুঁয়েছিল। মঙ্গলবার সকালের হিসেব অনুযায়ী, রাজ্যের ২৩ জেলার মধ্যে ১৯টিতেই সেঞ্চুরি পার করেছিল পেট্রোল। সেই রেশ বদায় রেখে এধিন কলকাতাতেও ১০০ পার পেট্রোল। জ্বালানির মূল্যবৃদ্ধিতে স্বাভাবিক কারণেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বিভিন্ন জায়গায় পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস ও সিপিএম-কংগ্রেস। তাদের দাবি, পেট্রল ও রান্নার গ্যাস জিএসটির আওতায় আনলে এত দাম বৃদ্ধি হত না।