Russia: মাঝআকাশে আচমকাই উধাও একটি যাত্রীবাহী প্লেন! বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন এটিসির

 রাশিয়ায় একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে আচমকাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে খবর ৷ বিমানটি মঙ্গলবার রাশিয়ার পূর্বাংশে কামচাটকা অঞ্চলে এটিসি-র সঙ্গে হঠাৎই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ An-26 বিমানটি পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে পালানার উদ্দেশে রওনা হয়েছিল ৷ কিন্তু এরপর নির্ধারিত সময় বিমানটি ল্যান্ড করেনি ৷ মাঝ আকাশেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটিসির ৷

সংবাদসংস্থা এএফপি-র খবর অনুযায়ী বিমানে মোট ২৯ জন ছিলেন বলে জানা গিয়েছে ৷ যাদের মধ্যে ২৩ জন যাত্রী এবং বাকি ৬ জন হলেন ক্রু মেম্বার ৷ রাশিয়ার একেবারে পূর্ব প্রান্তে প্রশান্ত মহাসাগরের দিকে বিমানটি উড়ছিল ৷ আর তখনই যোগাযোগ হঠাৎই বিচ্ছিন্ন হয়ে যায় ৷ একসময় রাশিয়ায় অনেক বেশি সংখ্যায় বিমান দুর্ঘটনার খবর পাওয়া যেত ৷ কিন্তু গত কয়েকবছরে কিছুটা হলেও পরিস্থিতির উন্নতি হয়েছে ৷ বিমান দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমেছে ৷ তবে পুরনো বিমানগুলি রক্ষণাবেক্ষণ করার বিষয়েও অনেক সময়েই প্রশ্ন উঠেছে ৷ বিশেষ করে শীতের সময় রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে বিমান চলাচল অত্যন্ত বিপজ্জনক ৷ এত বিশাল একটা দেশে যোগাযোগ ব্যবস্থা অনেক কঠিন হলেও অনেক দুর্গম রুটেও বিমান পরিষেবা দিয়ে থাকে রাশিয়ার বিমান সংস্থাগুলি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.