আবার দু দুটো কান মোলা হাইকোর্টে !এস এস সি চেয়ারম্যান অপদার্থ । এখনই বরখাস্ত করা হোক । হাইকোর্টে বিচারপতি বললেন ।আমার প্রশ্ন এস এস সি চেয়ারম্যান যে কীর্তি করেছেন তা কি নিজের ইচ্ছেতে করেছেন ? সম্ভবই নয় এ রাজ্যে । সবটাই প্ল্যান্ড, পূর্ব চিন্তিত, পরিকল্পিত । রাজ্য জুড়ে টাকার বিনিময়ে চাকরি, দলের লোকদের নাম তালিকায় ঢুকিয়ে দেওয়া, কম নম্বর পেয়েও তালিকায় নাম উঠিয়ে দেওয়া, বিধায়ক সাংসদ নেতা ও সাংবাদিকদের কোটা – সবটাই এক জন কেন্দ্রিক । ছুঁয়ে আসতে হয় তাঁকে । তাঁর ইচ্ছেকে । এখন পাওয়ার সেন্টার কিছুটা বদলেছে । শান্তিনিকেতন কিম্বা ক্যাম্যাক স্ট্রিট হয়ে মাঝের স্তরে জালিয়াতিটা executed হয় । ফলে বকা খান, কানমোলা খান এস এস সি র চেয়ারম্যান । দাঁড়িয়ে দাঁড়িয়ে ভর্তসিত হন আদালতে । যা তাঁর হওয়ার কথা নয় । কর্তার ইচ্ছায় কর্ম হয়েছে, বলতে পারবেনও না । বললেই এস এস সি র পদটা যাবে । তাই পদ রাখতে ইজ্জত খুইয়ে এরা দিনের শেষে ঘরে ফেরেন ।কিরকম জালিয়াতি এই স্তরে হয় ? একটা উদাহরণ দিই । নাম পরিচয় উহ্য রাখলাম । আমার বিশেষ পরিচিত বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক ইউনিয়ন নেতার মুখ থেকে শোনা ও দেখা । বিশ্ববিদ্যালয়ে কোন একটি বিভাগে নিয়োগ নিয়ে দর উঠেছিল ১৫ লাখ । দিতে হবে সর্বোচ্চ স্তরের এক করিৎকর্মা শিক্ষাবিদকে । বিশ্বাস করিনি তার কথা । একদিন তার সঙ্গে ঐ মানুষটির ওয়াটস আপ চালাচালি চোখে দেখে চমকে উঠেছিলাম । ওদিক থেকে ভেসে আসছে মেসেজ, ১৫ ফাইনাল । আর নামা যাবে না ।…..কালকের মধ্যে জানিও । তারপর কি হয়েছিল আজও জানিনা । শুধু যে টুকু জানি কলকাতায় একটা পোস্ট বাঁচিয়ে উত্তর বঙ্গে একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয়েছিলেন এই মানুষটি । সেটিং এর রাজনীতি কোন উচ্চতায় নিয়ে যাওয়া যায় তার আদর্শ উদাহরণ এই নাম ডাক ওয়ালা মানুষটি ।জালিয়াতির এই বহর কত লক্ষ মানুষের স্বপ্ন কেড়ে নিচ্ছে কেউ ভেবে দেখেছেন ? আদালত বারবার বলা সত্বেও মেরিট লিস্ট-এ প্রাপ্ত নম্বর দেওয়া হচ্ছে না । এই ডেসপারেশন একজন তখনই দেখাতে পারে যখন সে বোঝে আমি শেষ কথা । আমিই আদালত, আমি আইন, আমি বিচারপতি । আমি কাউকে মানিনা । কারণ দিনের শেষে আমি ভোটটা জিততে জানি । তাই আদালত যাই বলুক আমার লজ্জা বোধ আসে না । বারবার আদালত কান মুললে তাই ব্যথা লাগে কানে, ইজ্জতে লাগে না । এই ইজ্জত খোয়ানো একটা নির্লজ্জ সরকার এখন আমাদের শাসক । এটাই নির্মম এবং ধ্রুব সত্য ।
সন্ময় বন্দ্যোপাধ্যায় ( ৯৮৩০৪২৬০৭৮)