পেট্রল ডিজেল থেকে কেন্দ্র কত টাকা কর নেয়। আর রাজ্য কত টাকা কর পায় হিসাবটা দেখুন। রাজ্য ১০০ টাকায় ১৯ টাকা কর রাজ্যবাসীর জন্য ছেড়ে দিক। কেন্দ্র রাজ্য উভয়েই ২০ টাকা করে কর পাক। তাহলেই তো পেট্রলের দাম বর্তমানে লিটার পিছু ৮০ টাকা হয়ে যায়। এই প্রশ্ন কেন ওঠে না?
জ্বালানি তেলে সরাসরি রাজ্য সরকার কর নেয় ২৫ শতাংশ টাকা। আর কেন্দ্র সরকার নেয় ৩৩ শতাংশ টাকা। কেন্দ্র সরকারের ওই ৩৩ শতাংশের ৪২ শতাংশ আবার রাজ্য আলাদাভাবে পায়। তাহলে কী দাঁড়ালো? রাজ্য সরকার জ্বালানি তেল থেকে কর বাবদ পায় (২৫%+৩৯%×৪২÷১০০) টাকা। কেন্দ্রীয় করের ৪২ শতাংশ ভোগ করার পরেও কেন রাজ্য সরকার তবে আলাদাভাবে ২৫ শতাংশ কর নেবে? এই প্রশ্ন এবার কিন্তু উঠতে শুরু করেছে॥