উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের নিখোঁজ রোগী জয়ন্ত বাগের খোঁজ পাওয়া গেল। শনিবার রাতে উলুবেড়িয়া থানার যদুরবেড়িয়া থেকে জয়ন্তকে উদ্ধার করে তাঁর পরিবারের হাতে তুলে দেয় উলুবেড়িয়া থানার পুলিশ।
সূত্রের খবর শুক্রবার রাতে হাসপাতাল থেকে বেরিয়ে জয়ন্ত বাগনানে চলে যায়। শনিবার সারাদিন নানা জায়গায় ঘোরাঘুরি করার পর রাতে যদুরবেড়িয়ায় চলে আসে। পরে উলুবেড়িয়া থানার টহলরত পুলিশ জয়ন্তকে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়।
উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের সুপার ডাঃ সুদীপ রঞ্জন কাড়ার জানান, “ওই রোগীর মানসিক সমস্যা ছিল। শুক্রবার রাতে তিনবার হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলায় সে বের হতে পারেনি। যদিও পরে কোনও এক ফাঁকে সে বেরিয়ে যায়। নিখোঁজ রোগীর পরিবার তার এই সমস্যার কথা জানা সত্ত্বেও শনিবার উলুবেড়িয়া হাসপাতালে বিক্ষোভ দেখানোর পাশাপাশি সরকারি কাজে বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে।”
প্রসঙ্গত গত বৃহস্পতিবার রেললাইন পার হওয়ার সময় লাইনের উপর পড়ে গিয়ে মাথায় চোট পায় উলুবেড়িয়া থানার বেলে সিজবেড়িয়ার বাসিন্দা জয়ন্ত বাগ। দুপুরে তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ও শুক্রবার তার সঙ্গে পরিবারের লোকজন থাকলেও শুক্রবার রাতে তারা বাড়ি চলে যাওয়ার পর জয়ন্ত হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায়। পরে শনিবার রাতে তাকে উদ্ধার করে উলুবেড়িয়া থানার পুলিশ।