ফের বিমান দুর্ঘটনা ফিলিপিন্সে। সে দেশের সেনা প্রধান জানিয়েছেন, ৮৫ জন যাত্রী নিয়ে ওড়ার সময় দক্ষিণ ফিলিপিন্সে ভেঙে পড়েছে একটি সেনা বিমান। রবিবার সকালেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।
সংবাদসংস্থা AFP-কে সেনা প্রধান জেনারেল সিরিলিটো সবেজানা জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। C-130 বিমানটি ভেঙে পড়ার সময় সুলু প্রদেশের জোলো আইসল্যান্ডে অবতরণের চেষ্টা করেছিল।
সেনাপ্রধান আরও জানিয়েছেন, ‘আমরা চেষ্টা করছি আরও বেশি মানুষকে যাতে বাঁচানো যায়। পুরোদমে উদ্ধার কাজ চালাচ্ছি আমরা।’