চাকুরিজীবীদের জন্য সুখবর। কাজ কম, বেতন বেশি! শীঘ্রই সিদ্ধান্ত নিতে চলেছে মোদি সরকার।
ইতিমধ্যেই লেবর কোড-র নিয়ম বদল নিয়ে শ্রম মন্ত্রক, লেবর ইউনিয়ন ও শিল্প প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে, সেখানে কাজের ঘণ্টা, বার্ষিক ছুটি, পেনশন, পিএফ, টেক হোম স্যালারি, অবসর নিয়ে পর্যালোচনা হয়েছে। পাশাপাশি Earned Leave ২৪০ থেকে বাড়িয়ে ৩০০ করার দাবি জানানো হয়েছে।
লেবর কোডের নিয়ম অনুযায়ী, বেসিক স্যালারি মোট বেতনের ৫০ শতাংশ করতে হবে। তারফলে বেশিরভাগ কর্মচারীদের বেতন কাঠামো বদলে যাবে। সুতরাং বেসিক স্যালারি বাড়লে পিএফ ও গ্র্যাচিউটির জন্য বেশি টাকা কাটা হবে। এর জেরে টেক হোম স্যালারি কমে যাবে কিন্তু পিএফ বাড়তে থাকবে। লেবর কোডের নিয়ম ১ এপ্রিল থেকে লাগু করার কথা ছিল