নদীগর্ভ থেকে বালি তোলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করল জেলা প্রশাসন। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করলেন পুরুলিয়া জেলাশাসক রাহুল মজুমদার। সোমবার থেকে এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানানো হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে যে জেলার কোনও নদী বা জোড় থেকে বালি খনন এবং উত্তোলন বর্ষা কালের জন্য নিষেধাজ্ঞা জারি হল। যতদিন না পর্যন্ত ফের অনুমতি দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত এই নির্দেশিকা বলবৎ থাকবে। এই নির্দেশিকা অগ্রাহ্য বা অমান্য করলে সংশ্লি্টদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
সরকারি এই নির্দেশিকা জেলা পুলিশ, ভূমি দফতরের জেলা ও ব্লক আধিকারিকদের পাঠানো হয়েছে। এছাড়া বালি উত্তোলনের জন্য নদীঘাট ইজারা নেওয়া ব্যক্তিদের সরকারি এই নির্দেশিকা পাঠানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।