সোমবার থেকে আরও বাড়ছে স্টাফ স্পেশাল মেট্রো। সোমবার থেকে ৬২টির বদলে চলবে ৯০টি স্টাফ স্পেশাল। শেষ মেট্রো সন্ধে সাড়ে ৬টার বদলে ছাড়বে সন্ধে ৭টায়। দক্ষিণেশ্বর-গড়িয়া থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধে ৭টায়।
গত সপ্তাহেই স্টাফ স্পেশাল মেট্রোর সংখ্যা সংখ্যা বাড়ানো হয়েছে। একসঙ্গে ২২ টি কোচ চলাচল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। এর আগে পর্যন্ত ৪০টি মেট্রো চলছিল। গত সোমবার অর্থাৎ ২৮ জুন থেকে যা বেড়ে হয়েছে ৬২ টি। স্টাফ স্পেশাল মেট্রো সংখ্যা বাড়ানোর জেরে অফিস টাইমে ১১ থেকে ১২ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাচ্ছিল। আপদকালীন বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের আই কার্ড ও মেট্রোর স্মার্ট কার্ড ব্যবহার করে স্টাফ স্পেশাল মেট্রোয় চড়তে পারবেন। কারণ, টোকেনের কেটে মেট্রো চড়ার বিষয়টি এখনও বন্ধ রয়েছে।