কয়েকদিন আগেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে টসিলিজুমাব ইঞ্জেকশন চুরি হয়ে গিয়েছিল। সেই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল রাজ্য রাজনীতিতে। এবার সেই ঘটনায় পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার রাজ্যের কাছ থেকে এই বিষয়ে হলফনামা তলব করল হাইকোর্ট, সেই হলফনামা পেশ করার তারিখ দিয়েছে ৮ জুলাই।
উল্লেখ্য, কয়েকদিন আগে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ১০ লক্ষ টাকার ২৬ টি টসিলিজুমাব ইঞ্জেকশন উধাও হয়ে যায়। এরপরই এই ঘটনায় নাম জুড়ে যায় এক চিকিৎসকের, যিনি প্রভাবশালী এক তৃণমূল কংগ্রেস নেতার সঙ্গে জড়িত।
হাসপাতালের তরফে জানানো হয়, স্পেসিমেন এক্সামিনেশন ফর্ম অর্থাৎ বিশেষ ফর্ম ছাড়া এই ইঞ্জেকশন পাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়ার কথা বলেছে হাসপাতাল। এই পরিস্থিতিতে একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসে, যেখানে শোনা যায়, এক মহিলা যিনি নিজেকে সিসিইউ–এর সিস্টার হিসেবে পরিচয় দেন। তিনি অন্য মহিলাকে বলছেন, দিদি, আমি সিসিইউ–এর সিস্টার। আপনি যে ২৬টি টসিলিজুমাব ইঞ্জেকশন নিয়েছেন সেটা যদি কাগজে রিসিভ করে নিতেন। অপর প্রান্তের মহিলা বলেন, আচ্ছা আমি সোমবার করে দেব।
2021-07-03