এমএলএ হোস্টেলে এবার জারি হল নয় নির্দেশিকা। এই নির্দেশিকা অনুযায়ী কোনও নেতা-মন্ত্রীদের নিজস্ব নিরাপত্তারক্ষীরা তাদের অস্ত্র নিয়ে হোস্টেলে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ হোস্টেলে প্রবেশের সময় গেটে আর্মরি বিভাগে অস্ত্র জমা রাখলে তবেই উক্ত মন্ত্রীর দেহরক্ষী হোস্টেলে প্রবেশ করতে পারবে। এমনই এক নোটিশ দেখতে পাওয়া গেল এমএলএ হোস্টেলের গেটে। উল্লেখ্য, এই নির্দেশিকা হোস্টেলের নিজস্ব নিরাপত্তারক্ষীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ তাঁরা বিনা বাধায় নিজেদের সঙ্গে অস্ত্র রাখতে পারেন।
এই নির্দেশিকা দেওয়া হয়েছে চলতি সপ্তাহে বৃহস্পতিবারে, অর্থাৎ ১লা জুলাই তারিখে। এই নির্দেশিকায় রয়েছে বাংলার বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সই। এই নির্দেশিকায় স্পষ্টভাষায় লেখা আছে, “কোনও বিধায়ক বা মন্ত্রী যখন হোস্টেলে ঢুকবেন, তখন তাঁদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা নিজস্ব অস্ত্র বহন করতে পারবেন না। অস্ত্র জমা দেওয়ার পরে বিধায়কদের সঙ্গে একজন করে নিরাপত্তারক্ষী হোস্টেলে ঢোকার অনুমতি পাবে”।
উল্লেখ্য, বিধায়কদের নিরাপত্তারক্ষীদের বয়ে আনা অস্ত্রগুলির হোস্টেলের বাইরে রাখার ব্যবস্থা করা হয়েছে। ছোট অস্ত্রগুলি রাখার জন্য হোস্টেলের বাইরেই একটি আলমারি ব্যবস্থা করা হয়েছে। তবে, ওই আলমারিতে বড়ো অস্ত্র মোটেই রাখা যাবে না। বড়ো অস্ত্রগুলি রাখতে হবে পার্কস্ট্রিট থানায়। উল্লেখ্য, এমএলএ হোস্টেলের এই নয়া নির্দেশিকাকে মেনে নিতে পারেননি বিজেপি বিধায়করা। তাঁরা দাবি করেছেন যে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যাতে হোস্টেলে প্রবেশ না করতে পারে, তাই ঘুর পথে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
2021-07-03