রাজ্যপাল বাজেট ভাষণ শুরু করতেই তুমুল বিশৃঙ্খলা বিধানসভায়। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। শেষমেশ চার মিনিটের মধ্যেই ভাষণ শেষ করে দেন রাজ্যপাল জগদীপ ধনকড়। অর্থাৎ বাজেট ভাষণ অসমাপ্ত রেখেই বিধানসভা ছাড়েন তিনি।
শুক্রবার থেকে শুরু হল তৃতীয় মমতা সরকারের প্রথম অধিবেশন। কিন্তু প্রথম দিনই বেনজির ঘটনার সাক্ষী থাকল বিধানসভা। হইহট্টগোলে কার্যত বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হল অধিবেশন কক্ষে। যার জেরে সম্পূর্ণ ভাষণ পাঠ করতে পারলেন না জগদীপ ধনকড়।
এদিন ১ টা ৪৮ মিনিট নাগাদ বিধানসভায় পৌঁছন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেড়ে সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের মুর্তিতে মাল্যদান করেন। তারপর পৌঁছন অধিবেশন কক্ষে। দুপুর ২ টো নাগাদ শুরু হয় রাজ্যপালের বাজেট বক্তৃতা।
পূর্ণাঙ্গ বাজেটের ভাষণ নিয়ে নবান্ন এবং রাজভবনের সংঘাত শুরু হয়েছিল। রাজ্যের পাঠানো ভাষণের খসড়াপত্রের কিছু অংশ নিয়ে আপত্তি জানান ধনকড়। বলেন বাস্তবের সঙ্গে এর মিল নেই। কিন্তু রাজ্যের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, প্রথামতো মন্ত্রিসভায় বাজেট ভাষণ পাশ হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে শুক্রবার বাজেট ভাষণে রাজ্যপাল কী বলেন, তা নিয়ে জল্পনা চলছিল।
কিন্তু অধিবেশনের শুরুতেই অভূতপূর্ব ঘটনা ঘটে গেল বিধানসভায়। তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। ওঠে ভারত মাতা কি জয় স্লোগান। বিজেপি বিধায়কদের এমন হট্টগোলের জেরে ভাষণ বন্ধ করে দেন রাজ্যপাল। মাত্র এক লাইন ভাষণ পড়ে বিধানসভা থেকে বেরিয়ে যান তিনি। রাজ্যপালকে বিধানসভার গেট পর্যন্ত ছাড়তে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।