জুন মাসে তেমন বর্ষা (Monsoon 2021) না হলেও জুলাই মাস নিরাস করবে না। এমনটাই বার্তা দিচ্ছে মৌসম ভবন (IMD)। আইএমডি (IMD) জানিয়েছে, জুলাই মাসে গোটা দেশেই স্বাভাবিক বর্ষার (Monsoon rain) বৃষ্টি হবে। কাজেই ফলন নিয়ে উদ্বেগে থাকতে হবে না চাষীদের। কারণএই তিন মাসের বৃষ্টির উপরেই গোটা দেশের ফলন নির্ভর করে। যদিও আইএমডির পক্ষ থেকে আগেই বর্ষায় স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
জুলাই মাসে বর্ষার বৃষ্টি আশাজনকই (Weather Forecast) হবে বলেই জানালেন আইএমডি-প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র। তিনি জানিয়েছেন প্রথম সপ্তাহে সেরকম বৃষ্টি না হলেও জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাড়তে শুরু করবে বৃষ্টি। এবং সেই বৃষ্টির পরিমানই গোটা মাস ধরে বজায় থাকবে। গোটা দেশেই সেটা হবে বলে জানানো হয়েছে।
মৌসম ভবন (IMD) জানাচ্ছে আগামী ৫ থেকে ৬ দিন রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশে কম বৃষ্টি হবে। বর্ষার বৃষ্টির অপেক্ষায় থাকে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ। কৃষি প্রধান দেশ এই তিনটি রাজ্য। দেশের অন্নভান্ডার বলা হয় এই রাজ্যগুলিকে। ইদানীং রাজস্থানে কম বৃষ্টি হওয়া উদ্বেগ বাড়িয়েছে আবহাওয়াবিদদের। কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে রাজস্থানে যে নিম্নচাপ তৈরি হয় সেটা কমতে শুরু করেছে। তাতেই দেশে বৃষ্টির ঘাটতি দেখা দিচ্ছে।
অন্যদিকে, দিল্লিতে হবে তাপপ্রবাহ। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। এই বর্ষার মধ্যেই আবার রাজধানী দিল্লিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ৪-৫ দিন রাজধানী দিল্লিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। হঠাৎ করে বিপরীতমুখী আবহাওয়া তৈরি হওয়ায় বেশ উদ্বেগে রয়েছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে কানাডার তাপমাত্রা ভাবিয়ে তুলেছে গোটা বিশ্বকে।
তবে বঙ্গের জন্য আশার কথাই শুনিয়েছে মৌসম ভবন। বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গে। এই আইএমডি জানিয়েছে, আগামী এক সপ্তাহ বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গ এবং সিকিমে। ১ এবং ২ জুলাই থেকে বিহার, অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে। চার জুলাই পর্যন্ত বৃষ্টি চলবে সিকিম, পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং অসমে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রবল বর্ষণ চলছে। আগামী কয়েকদিন সেই বর্ষণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ফাইল ছবি।