ফ্রডরা ঘুরে বেড়াচ্ছে সরকারের রন্ধ্রে রন্ধ্রে

বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ এদিন নাম না করে তৃণমূলের সরকারকে নিশানা করে বলেন, ওনার দায়িত্ব উনি তো সরকারে আছেন। মানুষ ওনাকে অধিকার দিয়েছে এটা দেখার। এত বড় স্ক্যাম হচ্ছে এত বড় দুর্নীতি হচ্ছে। ফ্রডরা ঘুরে বেড়াচ্ছে সরকারের রন্ধ্রে রন্ধ্রে। সেটা ওনার দেখার দায়িত্ব, বিজেপির দেখার দায়িত্ব নয় ।বিজেপি তো কমপ্লেইন করবে মানুষকে ঠকাচ্ছে। এটা বিরোধী পার্টি হিসাবে বলার দায়িত্ব। আমরা তুলে ধরব সরকারের দায়িত্ব সত্য সামনে নিয়ে আসা, দোষীদের সাজা দেওয়া। তিনি আরও বলেছেন, তৃণমূলের যে সমস্ত দুর্নীতি বেরোচ্ছে, এই যে অপশাসনের যে সমস্ত কুকীর্তি বেরোচ্ছে, এটা বিরোধীরা বলতে পারছে না। বিরোধীদের মেরে জেলে ঢুকিয়ে দিচ্ছে। কেস দিচ্ছে। আমাদেরকে গভর্নর যখন বলতে বাধ্য হয়েছেন, তখন তারা এর উত্তর দিতে পারছেন না। ব্যক্তিগত আক্রমণ করছেন তাড়াবার চেষ্টা করছেন। যদিও এই প্রসঙ্গ উঠতেই বিরোধীদের উপর হামলা এবং রাজ্যপাল প্রসঙ্গ উঠতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সৌগত রায়। তিনি বলেছেন,’ রাজ্যপাল যদি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত হয় সেটা আমরা বলবো। আর প্রতিবাদ করলে আমরা মারধর করায় বিশ্বাস করিনা আর করিও না। গণতান্ত্রিক ভাবে আমাদের বিরোধিতা করলে আমাদের কোনও প্রবলেম নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.