দিল্লিতে তিব্বতি শরণার্থীদের তুমুল বিক্ষোভ চিনের বিরুদ্ধে। বৃহস্পতিবার, তিব্বত দখল করে নেওয়ার প্রতিবাদে ভারতের বুকে আশ্রয় নেওয়া তিব্বতিরা চিনের দূতাবাসের সামনে প্রতিবাদ জানালো। সূত্রের খবর, তিব্বতি নাগরিকরা চিনের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে বিক্ষোভ দেখান। সেইসঙ্গে তাঁরা মুখে মুখোশ ও হাতে পতাকা নিয়ে স্বাধীন তিব্বতের নামে স্লোগান দেন। দিল্লি পুলিশ আইনশৃঙ্খলা বজায় রাখার কারণে বিক্ষোভকারীদের আটক করেছে।
সূত্রের খবর, চিনের পুলিশ বেশ কিছু তিব্বতিকে গ্রেফতার করেছে। তাঁদের অপরাধ, ভারতে নির্বাসিত আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা। এ বিষয়ে তিবেট ওয়াজ নামক একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, চিন সকল তিব্বতি মানুষের ওপর কড়া নজরদারি চালায়। এই সংগঠনের এক কর্মী সোনম তোপগিয়াল বলেছেন, ইতিমধ্যেই এক তিব্বতি ব্যক্তির মৃত্যু হয়েছে চিনা পুলিশ হেফাজতে থাকার সময়ে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার চিনের প্রেসিডেন্ট শি জিনপিং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন চিনা কমিউনিস্ট পার্টির শতবর্ষ পূর্ণ হওয়ার উপলক্ষে। এবারে সেই পেরিপেক্ষিতে তিব্বতিরা দিল্লিতে চিনের দূতাবাসের সামনে চিনের কমিউনিস্ট শাসকদের বিরুদ্ধে বিক্ষোভ জানান। চিন ১৯৫০ সালে তিব্বত দখল করে। দলাই লামা রাতের অন্ধকারে লাসা ছাড়েন। ভারতের ‘স্পেশ্যাল ফ্রন্টিয়ার ফোর্স’ তৈরি হয়েছে তিব্বতি শরণার্থীদের নিয়ে।