ভুয়ো ড্রাইভিং লাইসেন্স কাণ্ডে আন্দামানের সিআইডি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ও বেলিয়াবেড়া থানার পুলিশের সহযোগিতায় দুইজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার গভীর রাতে। ধৃত দুই জন গোপীবল্লভপুর থানার পূর্নাপানি গ্রামের পিটথা হাঁসদা ও বেলিয়াবেড়া থানার কালিঞ্জাগ্রামের আশিষ দণ্ডপাঠ।
পুলিশ সূত্রে জানা যায় যে আন্দামানে ভুয়ো ড্রাইভিং লাইসেন্স কান্ডে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।তাদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এলাকার কয়েকজন ওই কাণ্ডে জড়িত রয়েছে। এরপর আন্দামান পুলিশ ভুয়ো ড্রাইভিং লাইসেন্স কাণ্ডের তদন্তের ভার দেয় আন্দামান সিআইডিকে। আন্দামান সিআইডি তদন্তে নেমে বিষয়টি খতিয়ে দেখে গোপীবল্লভপুরের ওই দুই ব্যক্তির সন্ধান পায়। মঙ্গলবার রাতে আন্দামান সিআইডির প্রতিনিধি দল গোপীবল্লভপুর ও বেলিয়াবেড়া থানার পুলিশের সহযোগিতায় ওই দুইজনকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। বুধবার তাদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে। আন্দামান সিআইডি তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক ওই দুইজনকে সাতদিন সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দেন।