পুনরায় জম্মুর আকাশে সন্দেহজনক ড্রোনের মাধ্যমে বিস্ফোরক ঠেসে জঙ্গি নাশকতার পরিকল্পনা

ফের জম্মুর আকাশে সন্দেহজনক ড্রোনের মাধ্যমে বিস্ফোরক ঠেসে জঙ্গি নাশকতার পরিকল্পনা। এবার সেই হামলা রুখে তৎপর কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দ্রুত কাউন্টার ড্রোন নীতি আনা হবে। এই ঘটনা নিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক বসেছিল দিল্লিতে। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ কেন্দ্রীয় কিছুজন আধিকারিক।

উল্লেখ্য, রবিবার জম্মু বিমানবন্দরে বায়ুসেনার ঘাঁটিতে জঙ্গিদের ড্রোনের মাধ্যমে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে আহত হন ২ বায়ুসেনা। তারপরও একাধিকবার জম্মুর আকাশে, বিভিন্ন মিলিটারি ক্যাম্পের কাছেও ড্রোন উড়তে দেখা গিয়েছে। এবার সেই ড্রোনের পাল্টা জবাব দিতে চলেছে কেন্দ্র।
ভারতের তরফে কাউন্টার ড্রোন নীতি প্রয়োগ করা হবে। এই ড্রোন ওড়ানোর দায়িত্ব থাকবে বায়ুসেনা। এছাড়াও বিএসএফ জওয়ানরা নজর রাখবে আকাশপথে। শত্রুপক্ষের ড্রোন এলে বড় রেডিয়াসে যাতে সংকেত পাওয়া যায় তার দিকে নজর রাখতে হবে। পাশাপাশি ড্রোনের সংকেত পাওয়া মাত্রই ভারতের উন্নত প্রযুক্তির ড্রোন ব্যবহার করা হবে।

জানা গিয়েছে, ভারতের উত্তর-পশ্চিম অংশে এবার উড়বে শক্তিশালী ড্রোন। সেই ড্রোন হবে প্রযুক্তিগত ভাবে উন্নত। পাশাপাশি এই ড্রোনে ব্যবহার করা হবে রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিটেকটর, ইলেকট্রো-অপটিকাল ক্যামেরা, ইনফ্রারেড ক্যামেরা, ড্রোন ধরার জাল, জিপিএস স্পুফার, লেজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.