ভুয়ো টিকাকাণ্ডে এবার রাজ্যের রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ। এই বিষয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই চিঠির ভিত্তিতেই এই রিপোর্ট তলব করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আগামী ২ দিনের মধ্যে গোটা ঘটনার ব্যাখ্যা তলব করা হয়েছে বলে সূত্রের খবর। তদন্তে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা বিস্তারিত জানাতে হবে স্বাস্থ্যমন্ত্রককে।
সূত্রের খবর, চিঠিতে রাজেশ ভূষণ লিখেছেন, ‘কীভাবে রাজ্য সরকারের অনুমোদন ছাড়া করোনা টিকাকরণের এই শিবির চলেছে, তা বোধগম্য নয়। তাই বিষয়টি অতি দ্রুত জরুরি ভিত্তিতে তদন্ত করা হোক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আগামী ২ দিনের মধ্যেই বিস্তারিত বিষয় জানাতে হবে কেন্দ্রকে।’কসবার এই টিকা শিবির থেকে গত সপ্তাহে আরও অনেকের সঙ্গে করোনা টিকার ডোজ নিয়েছিলেন অভিনেতা-সাংসদ মিমি চক্রবর্তী। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে তার সঙ্গে এই টিকাকাণ্ডের যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠির ভিত্তিতেই এই রিপোর্ট তলব করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।
2021-06-30